...কবিতা...
থামুন, সামনে শব্দ-মিছিল
(লিখা : সাদমান সাকিল)
[উ ত স র্গ : আমি মরে গেলে যে মেয়েটি সবচেয়ে বেশি কাঁদবে]
আজ যেহেতু আমাকে ছেড়ে সে চলে গেছে সেহেতু-
আজ আমার কবিতায় কোনো ভুমিকা থাকবে না।
ভণিতা না করে এই শহরের রোদ্দুরে রাজপথে
বের করব, শব্দের বিশাল-বিস্তৃত মিছিল, আজ এক্ষুণি...
আজ আমার অতীত কবিতারা বিশৃঙ্খল হয়ে পড়বে,
রাত কামড়ে ধরে তাকে নিয়ে যেসব কবিতা লিখেছি,
সেসব কবিতার শব্দরা একে অন্যকে না জানিয়ে চুপচাপ
চলে আসবে এই কাব্য-মিছিলে...
যে কবিতাটি তুমি বার বার পড়তে,
সে কবিতার রক্ততাজা শব্দগুলো মিছিলের নেতৃত্ব দিবে,
ধীরে ধীরে তারা এগুবে, কবিতারা-
স্লোগান দিবে, রোদের ডানা কেটে
উচ্চারিত হবে, প্রেম হত্যার বিচার চাই!
ক্রমেই শব্দদের সাথে অনেকে যোগ দিবে মিছিলে,
অতি সাবধানে পদ্মা পার হয়ে চলে আসবে নষ্টপতিতা,
ঢুলতে ঢুলতে মনের অজান্তেই চলে আসবে মদ্যপ নর্তকী,
কেমন জমে যাওয়া শরীর নিয়ে চলে আসবে ধর্ষিত লাশ,
কবিদের অবাক করে দিয়ে সদ্য লিখা কবিতার শব্দরা চলে আসবে,
রাতের রাস্তার রাণী-জোনাকীরা দিনে এসে আলোতে আলো দিবে!
মিছিলের সাথে মিলিত হবে আরো মিছিল,
শব্দের সাথে মিলিত হবে আরো শব্দ,
পদ্যের সাথে মিলিত হবে আরো পদ্য,
বর্ণের সাথে মিলিত হবে বর্ণিল বর্ণের বর্ণালী...
তোমার আকাশের পাখিগুলোও চলে আসতে ভুল করবে না...
তুমি যেখানে যাচ্ছ সেখানটা পাখ-পাখালিহীন,
সেখানে ভোর হয় নিঃশব্দে,
সেখানে কোনো পাখি ভোর ডেকে আনে না,
সেখানে বাশি বাজে না, গিটারে টুংটাং হয় না,
সেখানে আমার রাত জাগা লাল চোখ নেই,
সেখানে গাছগুলো দুপুরকে ব্যঞ্জনা দিতে দু'একটা পাতা ঝরাতেও চেষ্টা করে না...
সেখানের আকাশে তোমার প্রিয় ঐ ধবধবে সাদা মেঘগুলো থাকবে না
কাঠগোলাপ ফুল, মাছরাঙা পাখি, জলন্ত জোনাকিসহ সবাই
একে একে আমার এই কাব্য-মিছিলে এসে মিশে যাবে নিমিষে...
আজ এই মিছিল বাড়তেই থাকবে,
আজকের এই মিছিল-কাব্য না হয় আরো একটু বড় হোক!
ক্লান্ত পাঠকেরা না হয় একটু বিরক্তই হল আজ-
তবু আজ প্রতিবাদ হবে-
প্রেম পুড়ে ছাই হওয়ার বিপ্লবী রক্তাক্ত কাব্য-প্রতিবাদ।
আজ এই দুপুরে কোনো কবি বাড়ি বসে আরাম করতে পারবে না।
সাবধান করে দিচ্ছি, সাবধান!
কাব্য-মিছিল থেকে ঘোষণা এসেছে-
আজ যদি কোনো কবি এই কাব্য-মিছিলে না আসে,
তাহলে আজকের মধ্যেই শব্দবাহিনী ঘৃণার বুলেট একে দিয়ে আসবে তার বুকে!
আমার প্রাক্তন প্রেমিকা, তোমাকে সাবধান করছি।
সময় থাকতে কাছে এসো, বুকের মাঝে মিশে যাও,
নইলে আমি আমার শব্দগুলোকে বেশিক্ষণ দমিয়ে রাখতে পারবো না,
আমার শব্দরা গোপনে এসে জ্বলজ্বলে বিদ্রোহী চোখে বলেছে-
তারা নাকি তোমার হৃদয়টা ঝাঁঝরা করে দিবে...
--------------
সাহিত্য সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভা।
সাহিত্য সম্পাদক, গ্লোবালপোস্ট২৪ডটকম।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৫