জেনজেড শুধুমাত্র আওয়ামিলীগকে ক্ষমতায় থাকতে দেখেছে, বিরোধীদলে থাকতে দেখেনি। কারণ আওয়ামিলীগ যখন বিরোধীদলে ছিল, এদের তখন কিছু বোঝার মতো বয়স হয়নি। আমি আওয়ামিলীগের বিরোধীদলীয় ভয়াবহ রূপ দেখেছি। গান পাউডার দিয়ে মানুষ হত্যা, লগি-বইঠা দিয়ে পিটিয়ে হত্যা সহ এমন কোন কাজ নাই এরা করেনি। আওয়ামিলীগ হরতাল ডাকলে সারা দেশ থমকে দাঁড়াতে বাধ্য হতো। রাস্তায় একটা রিক্সা নামলেও হাওয়া ছেড়ে দেয়া হতো, কোন দোকান খুললে সেটাকে ভাংচুর করা হতো। ভয়ে কেউ রাস্তায় নামতে সাহস পেত না।
জেনজেড কি কখনো এমন হরতাল দেখেছে? তারা হরতালে গাড়ি-ঘোড়া চলতে দেখেছে, দোকানপাটও খুলতে দেখেছে। কারণ অন্যকোন দল বিরোধীদলে থেকে আওয়ামিলীগের মতো এতো ধ্জ্ঞ চালায়নি। আবার ক্ষমতায় থাকতে আমরা দেখেছি, বিভিন্ন সময় বাসে আগুন সহ নানান অপকর্মে আওয়ামিলীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা জড়িত। নিজেরা অপকর্ম করে বিরোধী দলের উপর দায় চাপায়।
আমি বলছি না যে অন্য দলগুলো একেবারে সাধু। তবে অন্যদের সাথে আওয়ামিলীগের তফাত হচ্ছে, এরা রাস্তায় নেমেই চড়াও হয়। অন্যরা পুলিশের উসকানির পর চড়াও হয়। তবে অন্য দলগুলো আওয়ামিলীগের মতো এতো ভয়ংকর হতে পারে না, যদি তাই হতো তবে আওয়ামিলীগ ভোট চুরি করে ১৬ বছর ক্ষমতায় থাকতে পারতো না। এবার দেখেন, দুদিন না যেতেই রামদা নিয়ে রাস্তায় নেমেছে। এবার চিন্তা করেন ভবিষ্যতে আরো কত ভয়ংকর হতে পারে! ওয়াল্ড টাইমসের ভেরিফাইড এক্স একাউন্টে এসেছে ক্ষমতায় ধরে রাখতে হাসিনা শেষে ভারতের সামরিক হস্তক্ষেপ নিতেও চেষ্টা করেছে, কিন্তু ৪০ মিনিটে ভারতের পক্ষে সেনা পাঠানো সম্ভব ছিল না। এই মহিলা আবারো কোনমতে ক্ষমতায় আসতে পারলে বাংলাদেশকে অফিসিয়ালি ভারতের রাজ্য বানাবে। তাই আমার মনে হয় অতিদ্রুত এদের নিষিদ্ধ করা দরকার।