কোটা বাতিলে বিশাল এক শোভাযাত্রা দেখলাম। হাজার হাজার প্রতিবাদী তরুণ শ্লোগানে শ্লোগানে এগিয়ে যাচ্ছে নীলক্ষেত হতে টিএসসি। আমি হলফ করে বলতে পারি চাকুরীতে সমান সুযোগ তৈরির লক্ষ্যে রাজপথে নামা এই তরুণদেরই শেষপর্যন্ত আর চাকুরী হবে না। বিষয়টা এমন নয় যে রাষ্ট্র এদের চাকুরী দেবে না। বিষয় হচ্ছে সরকারি চাকুরী পাওয়ার জন্য যোগ্যতা হিসেবে মুখস্থ বিদ্যার যে ক্রাইটেরিয়া নির্ধারণ করা হয়েছে তাদের সেটা নাই। তবে তাদের রয়েছে শাহস এবং সৃজনশীলতা, যার কোন ভ্যালু সরকারি চাকরির বাজারে নেই। কিন্তু এই প্রতিবাদের কারণে যাদি কোটা বাতিল হয়, তবে সেটার সুবিধাভোগী, অর্থাৎ যারা চাকুরী পাবে, সেসব কা-পুরুষ আবার এসব মিছিলে কখনো আসবে না। এরা ঘরে বসে বসে দেখবে, আর মনে মনে খুব করে চাইবে কোটা যেন বাতিল হয়। তবে আশ্চর্যের বিষয় হলো, যাদের আ-ন্দো-লন এবং ত্যাগের ফলে এরা চাকুরী পাবে, চাকুরী ঢুকে ক্ষমতাহীন এই নেমক-হারা-ম কা-পুরুষরা কয়ডা টাকার জন্য ক্ষমতাসীনদের আদেশে আইন নামক অন্যা-য়ের ছায়াতলে বসে সেসব প্রতি-বাদী জনতার বিরু-দ্ধেই নিজের ক্ষমতা দেখাতে ঝাঁপিয়ে পড়বে । অথচ ক্ষমতাসীনদের অন্যা-য়ের বিরুদ্ধে দাঁড়িয়ে মাথা উঁচু করে 'না' বলার সামর্থ্যটুকুও এই কা-পুরুষদের হবে না। সবচেয়ে বিশ্বস্ত গোলাম বলা হয় কুকুরকে, কিন্তু আমি এদের চেয়ে বিশ্বস্ত গোলাম আর দেখিনি।
কোটা আন্দোলন দেখে যা মনে হলো।
কোটা বাতিলে বিশাল এক শোভাযাত্রা দেখলাম। হাজার হাজার প্রতিবাদী তরুণ শ্লোগানে শ্লোগানে এগিয়ে যাচ্ছে নীলক্ষেত হতে টিএসসি। আমি হলফ করে বলতে পারি চাকুরীতে সমান সুযোগ তৈরির লক্ষ্যে রাজপথে নামা এই তরুণদেরই শেষপর্যন্ত আর চাকুরী হবে না। বিষয়টা এমন নয় যে রাষ্ট্র এদের চাকুরী দেবে না। বিষয় হচ্ছে সরকারি চাকুরী পাওয়ার জন্য যোগ্যতা হিসেবে মুখস্থ বিদ্যার যে ক্রাইটেরিয়া নির্ধারণ করা হয়েছে তাদের সেটা নাই। তবে তাদের রয়েছে শাহস এবং সৃজনশীলতা, যার কোন ভ্যালু সরকারি চাকরির বাজারে নেই। কিন্তু এই প্রতিবাদের কারণে যাদি কোটা বাতিল হয়, তবে সেটার সুবিধাভোগী, অর্থাৎ যারা চাকুরী পাবে, সেসব কা-পুরুষ আবার এসব মিছিলে কখনো আসবে না। এরা ঘরে বসে বসে দেখবে, আর মনে মনে খুব করে চাইবে কোটা যেন বাতিল হয়। তবে আশ্চর্যের বিষয় হলো, যাদের আ-ন্দো-লন এবং ত্যাগের ফলে এরা চাকুরী পাবে, চাকুরী ঢুকে ক্ষমতাহীন এই নেমক-হারা-ম কা-পুরুষরা কয়ডা টাকার জন্য ক্ষমতাসীনদের আদেশে আইন নামক অন্যা-য়ের ছায়াতলে বসে সেসব প্রতি-বাদী জনতার বিরু-দ্ধেই নিজের ক্ষমতা দেখাতে ঝাঁপিয়ে পড়বে । অথচ ক্ষমতাসীনদের অন্যা-য়ের বিরুদ্ধে দাঁড়িয়ে মাথা উঁচু করে 'না' বলার সামর্থ্যটুকুও এই কা-পুরুষদের হবে না। সবচেয়ে বিশ্বস্ত গোলাম বলা হয় কুকুরকে, কিন্তু আমি এদের চেয়ে বিশ্বস্ত গোলাম আর দেখিনি।
খুনির মুখে ইতিহাস শিক্ষা ও অধঃপতিত মানস
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি মেজর শরিফুল হক ডালিমকে প্রকাশ্যে এনেছেন আলোচিত ফেসবুক-সাংবাদিক ইলিয়াস হোসেন। গত রোববার (৫ জানুয়ারি) রাতে ইলিয়াস ‘বিশেষ লাইভে যুক্ত আছেন বীর... ...বাকিটুকু পড়ুন
আবার আসিবো ফিরে.....
আবার আসিবো ফিরে.....
যেখানে গেলে অনেকদূর অব্দি মাঠ দেখা যায়, কচি রোদের তাপে পুড়িয়ে নেওয়া যায় পিঠ। রাতের আলো আঁধারিতে সমস্ত কোলাহল সরিয়ে রেখে খোলা যায়গায় দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করলেই পোকাদের... ...বাকিটুকু পড়ুন
তাজ উদ্দিন-সৈয়দ নজরুলরা যুদ্ধকালেই দেশ লিখে দিয়েছিলো ভারতকে
Sharif Osman Bin Hadi (ফেইজবুক পোষ্ট থেকে)
এই সেই ৭ দফা চুক্তি, যার মাধ্যমে সদ্য স্বাধীন বাংলাদেশকে গোলাম বানানো হয়েছিলো।
তাজ উদ্দিন-সৈয়দ নজরুলরা যুদ্ধকালেই দেশ লিখে দিয়েছিলো ভারতকে। নুরুল কাদিরের লেখা 'দুশো... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা কি আবার প্রধানমন্ত্রী হবেন?
আমার মনে এখন প্রায়ই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে শেখ হাসিনা কি আবার দেশের প্রধানমন্ত্রীর পদটা গ্রহন করবেন কিংবা করতে পারবেন?
আপনি মানেন কিংবা না মানেন আওয়ামীলীগ আবার... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন আর মুক্তিযুদ্ধের গল্প উপন্যাস পড়তে চাইনা‼️(জোছনা ও জননী/হুমায়ুন আহমেদ)
মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, তখন আমার বয়স তেইশ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কেমিস্ট্রিতে অনার্স থিয়োরি পরীক্ষা দিয়েছি, প্রাকটিক্যাল পরীক্ষার জন্যে অপেক্ষা। সুন্দর সময় কাটছে। আর মাত্র এক বৎসর—... ...বাকিটুকু পড়ুন
১. ০৩ রা জুলাই, ২০২৪ বিকাল ৫:০৪ ১