স্বপ্নের কারিগর , তুমি স্বপ্ন দেখাও
বুকের ভিতর যতন করে স্বপ্ন সাজাও
আমি সেই স্বপ্নে ভাসি ,স্বপ্নে বাঁচি
বাঁচা মরা তোমার হাতে
কারিগর ,
তুমি কেবল স্বপ্ন বানাও ।
দিনের শেষে রাত গভীরে
ক্লান্ত প্রহর ঘুমিয়ে গেলে
একটা সবুজ স্বপ্ন দিও এই আমাকে
নিরঘুম সেই জোছনা মায়ায়
আলো ছায়ার ভুলে যাওয়ায়
কারিগর , তুমি এক স্বপ্ন সাজাও ।
স্বপ্নের কারিগর , তুমি স্বপ্ন দেখাও
বুকের ভিতর যতন করে স্বপ্ন সাজাও
আমি সেই স্বপ্নে ভাসি ,স্বপ্নে বাঁচি
বাঁচা মরা তোমার হাতে
কারিগর ,
তুমি কেবল স্বপ্ন বানাও ।।
হাজার তারার সুখমিছিলে
হয়তো আমি যোগ দেবো না
হয়তো আমি জোনাকপথে
একলা একা যাবো হেঁটে
তবু তোমার সামনে এসে
ঠিক দাঁড়াবো আঁচল পেতে
কারিগর , জানি তুমি চিনবে আমায় ।
স্বপ্নের কারিগর , তুমি স্বপ্ন দেখাও
বুকের ভিতর যতন করে স্বপ্ন সাজাও
আমি সেই স্বপ্নে ভাসি ,স্বপ্নে বাঁচি
বাঁচা মরা তোমার হাতে
কারিগর ,
তুমি কেবল স্বপ্ন বানাও ।।