কাইন্ড অব ফেইসবুক ফ্রিক হওয়াতে মোটামটি হালকা চাপের উপর ছিলাম। কারন সরকার ফেইসবুক বন্ধ করে দিয়েছে এখন চালাবো কিভাবে। কিন্তু সরকার হয়তো বুঝতে পারেনি জনগন ‘ক্লিয়ারলি এহেড’ বা ‘একধাপ এগিয়ে’ । কইত্থে কি সব ভিপিএন না কি কি সব বাইর কইরা বিভিন্ন দেশে গিয়া ফেসবুক চালানো শুরু করে দিসে সবাই। আমিও তেমনি একবার আম্রিকা যায় তো আরেকবার হনুলুলু। একবার ভারতে গোয়া তো আরেকবার নিকারাগুয়া
তবে ফেইসবুকে যেভাবেই ডুকেন না কেন কেমন যেন হাহাকার হাহাকার ভাব চলতেসে। ঠিক যেন ঈদের দিনের ঢাকা শহরের রাস্তাঘাটের মত। চারিদিকে ফাঁকাফাঁকা । এই অবস্থায় অনেকে অনেক কিছু মিস করছেন। তবে আমি যেসব ব্যাপার মিস করছি তা কিন্তু একটা দিক থেকে পজিটিভ। কাইন্ড অব সফিস্টিকেসি ফিল করছি ফেইসবুকে । আমি যেসব জিনিস আসলেই ফেইসবুকে দেখতে চাইনা সেসব জিনিসগুলা আসলেই দেখছিনা । যেমন-
সেসব ঈমানি জোস ওয়ালা বান্দা যারা অমুক জায়গায় তমুক জায়গায় সৃষ্টিকর্তার নাম দেইখা ব্যাপক হারে শেয়ারের মাধ্যমে প্রভূত সাওয়াব অর্জন করে। আলহামদুলিল্লাহ্ তাদের দেখছিনা।
আমাদের ফেইসবুক সমাজে কিছু ডিসগ্রেইসফুল ব্যাবহারকারী আছে যাদের কাজই হল ঘৃণা ছড়ানো । কোন একটি রাজনৈতিক বা ধর্মীয় বা সাংস্কৃতিক খবর সম্পন্ন অনলাইন নিউজ এর লিঙ্কের কমেন্ট অপশনে গেলে আপনি সমাজের এই ডিসগ্রেইস গুলা কে দেখতে পাবেন। এদের কাজ হবে খালি গালি, ঘৃণার চর্চা, পরনিন্দা, সবকিছুতে ধর্মীয় দোহাই ইত্যাদি । এরা ছাড়ে না কাউকে। কি নায়ক, কি গায়ক, কি নেতা, কি মন্ত্রী, কি বিরোধীদল কি সরকারী দল। আলহামদুলিল্লাহ্ আমি এই ডিসগ্রেইস অংশকে দেখতে পাচ্ছি না।
‘এদ মেহ আই এম বলক’ জাতিকেও দেখা যাচ্ছে না।
ফ্রান্স মাত্র পিক খানা তুলেছি!! আমার জন্য কয়টি লাইক নামক ফেইক হিজড়া আইডিগুলার পাউট পিকচার ওয়ালা সেলফি আর দেখা যাচ্ছে না।
নায়লা নাইমের ছবিতে “জান ওহ বেইবি সোনার ময়না পাখি” টাইপ কমেন্ট দেখতে পাচ্ছি না। অবশ্য এইসব কমেন্ট বোধকরি নায়লা নাইম নিজেই মিস করছেন।
ব্যাপক হারে চেক ইন দেখতে পাচ্ছিনা। যেখানে হোটেল আল সালাদিয়া তে বসেও অনেকে চেক ইন দিয়া রাখে নাম করা রেস্টুরেন্ট এর।
মুরাদ টাকলাদের আনাগুনা ব্যাপক হারে কমে গেছে।
অন্যান্য সেলিব্রেটি দের পেইজে ব্যাপক হারে লাইক কমেন্টের হাহাকার দেখা যাচ্ছে।
তবে না জানি কত জরিনা সকিনার সাথে আবুলদের প্রেম ও ভাইঙ্গা গেছে চ্যাটের ওভাবে। ইউ নো আউট অব সাইড আউট অব মাইন্ড।
আপনারা যারা ব্যবহার করছেন তারা কে কি মিস করছেন ফেইসবুকে?
তবে ফ্রান্স, আমি বর্তমানে নাসা তে বসে এই পোস্টখানা লিখছি। কিছুক্ষন পরে মঙ্গলে যামু ফেইসবুক চালাইতে। পাইলট রকেটে সিএনজি ভরতাসে। নেক্সট পোস্ট দিমু মঙ্গলে পৌঁছে । টিল দেন---
আস্তালাভিস্তা
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪