আস্তিকানন্দ আর নাস্তিকানন্দ নামে এক দেশে এক মায়ের পেটের দুই ভাই ছিল। সময়ের পরিক্রমায় তারা দুই ভাই ধর্ম বিদ্বেষী আর অতিরিক্ত ধর্ম প্রেমীতে রুপ নিল যাহা ওই দেশের জন্য ছিল ক্ষতিকারক। দুই ভাইয়ের পথ ও তখন দুই দিকে চলিয়া গেল। এবং দুই ভাই আপন আপন আরও অনেক আস্তিকানন্দ আর নাস্তিকানন্দ দিগকে নিয়ে আপন আপন ব্লক প্রতিষ্ঠা করিয়া ফেলিল। কিন্তু সেই দেশের জনগনান্দ ভীষণ এক সমস্যায় পতিত হইল এই দুই ভাই এবং তাহাদের ব্লকদের নিয়া। একদিন বেশ কিছু জনগনান্দ ভাবিতে লাগিলে এই দুই ভাই এই দেশের কিরুপ উপকারে আসিতেসে নাকি শুধুই আমাদিগকে মারানন্দের উপরে রাখিয়াছে!!!!
নাস্তিকানন্দ তিন খানা বিজ্ঞান্মনশকানন্দের দুই খানা লাইন পড়িয়া এক খানা লাইন প্রসব করিল যে আস্তিকানন্দের যে সৃষ্টি কর্তা আদতে বিদ্যমান নেই। এবং উহার সহিত এই বলিয়া আস্তিকানন্দের ধর্মীয় ব্যক্তিত্ব দেরও গালাগালি করিতে লাগিল। ইহাতেই আস্তিকানন্দের পিণ্ডি চটকিয়া গেল। তাহাদের ধর্ম বিশ্বাস এতই স্পর্শকাতর ছিল যে এক খান নাস্তিকানন্দের দুই লাইন আজগুবি ভুলভাল লেখাতেই উহাদের ধর্ম বিশ্বাস টলিয়া গেল। তার ফলে তাহারা এই সিদ্ধান্তে উপনীত হইল যে এদের চাপাতিনন্দ দিয়া দেহ থেকে মাথা খানা আলাদা না করিয়া দেয়া পর্যন্ত তাহাদের শান্তি নেই। এইরুপে তারা তাদের কর্ম সাধন করিতে লাগিল। এইদিকে এইরুপ দেখিয়া নাস্তিকানন্দ কূল ঘোষণা দিল কলমানন্দ চলিবে আর আস্তিকানন্দ ও ঘোষণা দিল চাপাতিনান্দ কাটিবে।
এইবার সেইসব জনগনান্দের কথা বলি যাহারা আস্তিকানন্দ আর নাস্তিকানদের এইরুপ কর্মে প্রত্যহ মারানন্দের উপরে রহিয়াছেন। তাহারা ভাবিতে লাগিলেন এই নাস্তিকানন্দ সমাজের কিরুপে উপকার করে চলিয়াছে?? তাহাদের উর্বর মস্তিষ্কের কোন লেখাটি বাহিরের কোন দেশের মূল্যবান জার্নালে প্রকাশিত হইয়া ১খানা বিদিশি ডলার রেমিটেন্স দেশে আনিয়াছেন??? সমাজের কোন অর্থনৈতিক পরিবর্তন সাধন করিয়াছেন??কোন চুলের সমাজ তাহারা পরিবর্তন করিতেছেন?? দেশের যেই খানে প্রায় এক তৃতীয়াংশ জনগানন্দ গরিবি হালতের নিচে (আন্ডার পভার্টি লেভেল) বসবাস করিতেসে সেখানে তাদের অর্থনৈতিক মুক্তির জন্য ইনারা কোন কম্ম সাধন না করিয়া উনাদের সামাজিক পরিবর্তনের পিছনে কেন লাগিয়াছেন? সেইসব নাস্তিকানন্দের মাথায় কি বলদের গোবরানন্দ রহিয়াছে যে তাহারা কেন ভাবিতে পাড়িতেছেনা একটি দেশের অর্থনৈতিক মুক্তির সহিত সব ধরনের মুক্তি নিহিত!!! একবার যদি এই মুক্তি মিলিয়া যায় তবে সামাজিক পরিবর্তন আপনাআপনি সাধিত হয়বে!!!! তাহাদের বিশাল বাহিনী তো আবার প্রথম পৃথিবীর দেশে বসবাস করিয়া থাকেন!! তাহলে কি তাহারা বুঝিতে পারেনা সেইসব দেশে সামাজিক পরিবর্তনের মূলে কি নিহিত????
এইবার জনগানন্দ সেইসব আস্তিকানন্দের কথা ভাবিতে লাগিল যে কিরুপে ইনারা ধর্ম রক্ষা করিয়া চলিয়াছেন। ইহাদিগের ধর্ম বিশ্বাস বড়ই অদ্ভুত। ইহাদের বিশ্বাসে এতই গোঁজামিল যে ইহারা কোন কিছুই সহ্য করিতে পারেন না। বুঝিবার গিয়ান এহাদিগের এতই কম যে ইহারা খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্তে উপনীত হন যে এসব নাস্তিকানন্দের কতল করা ছাড়া আর কিছু হইবে না। ইনারা নিজ ধর্ম সম্পর্কে তেমন একটা গিয়ান মোটেও রাখেন না। আর যদি রাখিত তাহলে ইনারা বুঝিতে পারিত কতল করা গর্হিত কম্ম। ইহা ধর্ম সমর্থন করে না। ইনারা অল্প বিদ্যা ভয়ঙ্করী টাইপের ধর্ম বিশ্বাসী।
অবশেষে জনগনান্দ এই সিদ্ধান্তে উপনীত হইল যে এই অতি আস্তিকানন্দ আর অতি নাস্তিকানন্দ দুনোই সমাজ এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকারক উপাদান। জনগানন্দ আবার মধ্যম পন্থা অবলম্বন করিতে গেলে অতি আস্তিকানন্দ এবং অতি নাস্তিকানন্দ দুনজনেরই পরিহাসের শিকার হয়। কিন্তু কে শুনিবে কার কথা। জনগনান্দের এইরূপ চিন্তা ভাবনায় কাহার কি আসিয়া যায়। অতি নাস্তিকানন্দ তাহাদের কলমানন্দ (কিবোডানন্দ)চলিতে থাকিবে বলিয়া ঘোষণা জারি রাখিবার সাথে সাথে অতি আস্তিকানন্দ ও বলিয়া রাখিলো তাহাদের চাপাতিনান্দ ও কাটিতে থাকিবে।
আর মাঝখানে পড়িয়া জনগানন্দ দোচানন্দ (চ আর দ পরিবর্তনপূর্বক)খাইতে থাকিল।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩২