দাঁড়ি নিয়ে এক্সপেরিমেন্ট করা আমার পুরনো অভ্যাস গুলোর একটি। প্রথম প্রথম যখন দাঁড়ি গজিয়েছিল ক্লিন শেইভ করতাম। প্রথম দিকের শেইভ গুলা যে একটু এপিক টাইপের হয় তা দাঁড়ি গজানো টিনেজার মাত্র বুঝতে পারবে। তবে গত ৪ বছর যাবত আমি নিয়মিত ট্রিম করি, শেইভ করিনা। কারন মুখের মধ্যে একটু খোঁচা খোঁচা দাঁড়ি থাকলে বন্ধুরা বলে একটু ইয়ে ইয়ে লাগে। বেশ কিছুদিন শেইভ না করাতে মুখের দাঁড়ি গুলো লম্বা হয়ে গেছে। ভাবলাম একটা নিউ লুক নেয়া যাক।
যেই ভাবা সেই কাজ। সেলুনে গিয়ে হেয়ারড্রেসারকে বললাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভের মত চিপ রেখে আর হলিওডি ওয়িল স্মিথ এর মত থুতনির নিচে একটু দাঁড়ি রেখে যেন একটা নিউ লুক করে দেয়। নিউ লুক নিয়া বেশ ভাব সহ হাঁটতে লাগলাম। কিছুদুর যেতেই হঠাৎ এক মুরুব্বী সামনে এসে পড়লেন এবং তড়িঘড়ি করে জিজ্ঞেস করলেন-
-বাবা এখানে আশেপাশে ফ্লেক্সিলোডের দোকান কোথায় পাব?
মুরুব্বীর প্রশ্ন শুনে তব্দা খেয়ে গেলাম। কারন এই মুরুব্বী কে আমি চিনি এবং তিনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন। তারপরও নিজেকে সামলে নিয়ে বললাম- "আঙ্কেল একটু সামনে গেলেই জননী স্টোর আছে, ওখানেই পাবেন"।
কথা শেষ করেই দৌড়ে আবার সেলুনে গেলাম। গিয়ে বললাম-
"দাও ফিরে সে চেহারা, লও ফিরে এ নিউ লুক"
নেয়া হল না আমার নিউ লুক।
মরালঃ মুখোশ অত্যন্ত ক্ষতিকর। হোয়াট এভার ইউ আর, বি ইউরসেলফ। সাময়িক মজা বা সুবিধার জন্য মুখোশ ধরলে একদিন আত্মপরিচয় হারাতে পারেন। যেদিন বুঝবেন সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে এবং স্বকীয়তা বলে কিছু থাকবেনা।
বিদ্রঃ মুরুব্বীটা ছিল আমার বাপ।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৩