এখন আর কেউ থাকে না’তো পথ চেয়ে
কি আর বলবো বলো, এমনি ভাবে দিনগুলো যাচ্ছে চলে !
অপেক্ষার দৃষ্টি নেই, একলা জানলায় কিংবা ঘড়ির কাঁটা যখন
চলে গেছে তার নির্দিষ্ট সংখ্যা পেরিয়ে।
মনে পড়ে, অস্থির হয়ে কেটে গেছে সারা দিন
যখনই ভুল করে, জ্বর ছুঁয়ে গেছে আমার শরীর
কবে ফুটবে হাসি সে চিন্তায় মুখটা থাকতো মলিন
আর কেউ না জানুক, এ ভালোবাসার শিকড় গভীর।
তুমি থেকেছ অভুক্ত হয়ে বসে, আমার পথ চেয়ে
কত বেলা হলো দেরী, সে হিসেব রাখিনি আমি
অনেক না বলা কথা লুকিয়ে রেখেছ নিজের মনে
তবুও মুখে ছড়িয়ে থাকে সতত তোমার, নির্মল হাসি।
সময়ের ঝড়ে হারিয়ে গেছে কত চেনা জানা মুখ
তুমি শুধু আগলে থাকতে, খুঁজে পেতে কিছু সুখ।
জানি আর কেউ ছিলা না আমার, তোমারই মতো
আজ শুধু নি:সঙ্গতা আর শূন্যতা ঘিরে আছে ক্ষত।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:২৫