Name: Turtles Can Fly (2004)
Original Title: Lakposhtha Parvaz Mikonand
Director and Writer: Bahman Ghobadi
Release Date: 23 February 2005 (France)
Language: Kurdish | Arabic | English
Run Time: 98 min.
Genre: Drama, War
IMDb Rating: 8.1
Stars:
Soran Ebrahim as Satellite
Avaz Latif as Agrin
Hiresh Feysal Rahman as Hengov
Abdol Rahman Karim as Riga
কাহিনী:
ইরাকি-তুর্কি সীমান্তে, কুর্দি শরণার্থী শিবিরে রিফুজি বালকদের নেতা স্যাটেলাইটের কাহিনী হলো Turtles Can Fly| স্যাটেলাইট আমেরিকার অবিস্ফোরিত হওয়া মাইনগুলো মাঠ থেকে খুঁজে বের করার জন্য অন্য বালকদের নির্দেশ দিত এবং স্থানীয় বাজারে সেগুলো বিক্রি করত। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ কাজ সে করত, তা ছিল রিফুজি ক্যাম্পে যুদ্ধের খরব শোনার জন্য টিভির অ্যান্টেনা ইনস্টল করা। ক্যাম্পের মানুষগুলো ইংরেজি জানত না। স্যাটেলাইট দু’একটি ইংরেজি বাক্য জানত। তাই সবাই, তাকে যুদ্ধের খবর অনুবাদ করে শোনাতে অনুরোধ করত। যদিও সে নিজের মতো বানিয়ে, যা খুশি একটা বলে দিত।
Soran Ebrahim
Halabcheh থেকে Agrin, তার ভাই Hengov (যার দু’হাত নেই) এবং অন্ধ শিশু Riga-কে নিয়ে ক্যাম্পে আসলে ছবি অন্য দিকে মোড় নেয়। স্যাটেলাইট, Agrin এর প্রতি কিছুটা দূর্বল হয়ে পড়ে। সে বিভিন্নভাবে Agrin-কে সাহায্য করার চেষ্টা করে।
Avaz Latif
মানুষ কি আর সত্যি ভবিষ্যত বলতে পারে? যা কিনা বাস্তবে ঘটে ! কিন্তু Hengov এর কিছু ভবিষ্যত বাণী সত্য হয়ে যায়। যেগুলো স্যাটেলাইট ক্যাম্পে প্রচার করে সবাইকে সাবধান কিংবা অবাক করে দিত। কি সেগুলো ?
Hiresh Feysal Rahman
Agrin এবং Hengov এর সাথে থাকা অন্ধ ছেলে তাদের সাথে কিভাবে এলো? তারাই বা কেন এবং কি কারণে ক্যাম্পে আসে? কি হয়েছিল Agrin এর সাথে? কোথায় তাদের অভিবাবক?
Agrin সব সময় Riga-কে ফেলে, চলে যেতে চায়। Riga’র দায়িত্ব নিতে চায় না। কিন্তু Hengov, Riga-কে একা ফেলে যেতে চায় না। কারণ এতো ছোট একটি বাচ্চা কিভাবে একা থাকবে? শেষ পর্যন্ত Riga কি তাদের সাথে থাকবে? নাকি একাই থাকবে?
Abdol Rahman Karim
প্রশ্নগুলোর উত্তর জানতে হলে ২০০৫ সালে বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, Rotterdam ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল (নেদারল্যান্ড) এবং মেক্সিকো সিটি ইন্টারন্যাশনাল সমসাময়িক ফিল্ম ফেস্টিভাল সহ অনেক পুরস্কার জয়ী Turtles Can Fly (2004) মুভিটি দেখতে হবে।
স্যাটেলাইটের সহজ-সরল আর প্রানবন্ত অভিনয়ই মুভিটির প্রাণ। পুরো মুভিতে দারুণ অভিনয় করেছে। Riga-কে মাইন থেকে বাঁচাতে গিয়ে তার পা হারানোর দৃশ্য কিংবা Riga’র শেষ পরিণতি আপনাকে মুগ্ধ করবে।
এ মুভিতে সকল শিশুশিল্পী সত্যিকারের রিফুজি ছিল। সাদ্দামের পতনের পর ইরাকে তৈরিকৃত এটিই প্রথম মুভি। যারা ড্রামা মুভি দেখতে পছন্দ করেন তারা সময় করে Turtles Can Fly (2004) মুভিটি দেখে নিতে পারেন।
মুভিটির পরিচালনা ভালো লেগেছে। মুভির গল্প আর বাচ্চাদের অভিনয় দেখে সত্যি মুগ্ধ হয়েছি। Turtles Can Fly এমন একটি মুভি যার জন্য কোন বিজ্ঞাপন বা প্রচার লাগে না।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৬