আমাদের রক্তে মিশে আছে শত জন্মের পাপ
অংশীদার সেই চৌদ্দ পুরুষ আর ইহকাল
হিসেবের খসড়ায় ছিল পুরনো ইতিহাস এবং আমাদের সর্বনাশ।
কত সহস্র বছর চলে গেল শুধিতে পণ
হয়নি পূরণ যা ছিল তোমার আমার ঋণ
এ শুধু ভাঙা-গড়া যেন মিথ্যের খেলা
সংসার মানেই বুঝি, ভেসে যাওয়া।
আরো পাপ, হবে চিরকাল
এভাবেই আসবে মরণ বাণ
উঠবে উঁচুতে নামবে নীচে
মাঝে ভাসবে আত্মাভিমানের ভুলে
ঠিকানা কিন্তু সেই মাটিতে।
কত শত বই আর জ্ঞানের আড়ালে
জানলে না, ঈশ্বর আছে মনের ঘরে।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৪