(১)
আমি এখনো দেখতে পাই, বোবা লাশের
বরফ শীতল চোখের দৃষ্টি
সে দৃষ্টিতে চিৎকার ছিল, ছিল বোবা কান্না
আর ছিল, আমার অদৃষ্ট।
(২)
তোমার সাথে দেখা হোক, আরো একবার
হতে পারে সেটা ওপারে, তবুও হোক
কিছু কথা ছিল, কিছু প্রশ্ন ছিল
কিছু ভুলের মাশুল, মুছে ফেলার ছিল।
(৩)
তুমি ভুলে গেছো, পেয়েছ নতুন নাম
তাই বলে আমার নেই কোন অভিমান
এইতো আছি, যেমনটি; তুমি রেখেছিলে
তোমার স্মৃতিতে।
(৪)
হিসেবের গরমিল হয়ে যাক আরো কিছু দিন
দেখবো দু'জন জোয়ার-ভাটা, শুনবো পাখির গান
হিংসুটে মানুষগুলো করে যাবে মিথ্যে রটনা
আমাদের প্রেম তার চেয়ে বিশাল ঘটনা।
(৫)
মাঝে মাঝে ভাবি ভুলগুলো বেহিসেব'ই থাক
জীবনের চলার গ্রাফ ঘুরে ফিরে বৃত্ত হবে
শুধু সময়ের স্রোতে কেন্দ্রগুলো বদলে যাক
যা হবার হতে দাও, সে সময়ে ভাবা যাবে।
(৬)
এমন করে, তোমার সাখে দেখা হবে কখনো ভাবিনি,
আমি, প্রস্তুত ছিলাম না
অথচ জানো !
প্রতি রাতে ঘুমের মধ্যে হাতিয়ে বেড়াই
এই বুঝি ! তোমায় ছুঁয়ে গেলাম।
........................♦...........................
অণুকাব্য:
❂ অণুকাব্য: এক !
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৩