নিঃস্ব হবার ইচ্ছেতে গুটিয়ে নিয়েছি নিজেকে
ভুলে গেছি, রেখে আসা সব পিছু টান
চলছি নাগরিক জীবনে, মিথ্যে ছন্দ মিলিয়ে
বিমূর্ত তোমার স্মৃতি, শুধু আমারই থাক।
মাঝে মাঝে ভাবি, ফিরবো না বাড়ি আজ
হাজিরার খাতায়, কেউ তুলবে না নাম
রাতের আঁধারে ফাঁকা রাজপথে, ডাকবো তোমায়
কোন এক পথিক, ভেবে যাক পাগল আমায় !
আড়ালে ছিলাম, আজো আড়ালে আছি
জানি না তো আমি, কোন পথ খুঁজি !
আমি এখন, নিয়ম করে ইচ্ছে মৃত্যু চাই
থমকে আছে অর্থহীন, এই বাঁচতে চাওয়া
বুকের মধ্যে কার যেন আওয়াজ শুনতে পাই
তাই, চেনা পথ ধরে আমার হেঁটে যাওয়া।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৩