এত বড় পোস্ট কেন করলাম? কেউত পরবে না? - - - নোবেলবিজয়ী_টিপু
- - - প্রতি-নিয়ত এই ব্লগে নতুন নতুন অনেক ব্লগার তাদের নাম রেজিস্ট্রেশন করছে; পরিধি বাড়াচ্ছে বাংলা কমিউনিটি ব্লগের। লক্ষাধিক সদস্যের এই ব্লগে আমরা ক'জনের লেখা পড়ি; উৎসাহ দেই, তাদেরকে আপন করে নেবার চেষ্টা করি? বিশেষতঃ সেই ব্লগারটি যদি নতুন হয়ে থাকে, তবে কি তার লেখায় আমরা একবারও ঢু'মেরে দেখি বা মন্তব্য করি?
আমি স্বীকার করছি সেটা সম্ভব নয় অনেক কারণেই; সময় স্বল্পতা, লেখার মান; আজে-বাজে বিষয় শেয়ার করা ইত্যাদি বিভিন্ন কারণে সমস্যা হয়, হতেই পারে। কিন্তু যখন একটি ভালো লেখা প্রকাশ করার পরও কোনো লেখক পাঠকদের নিকট থেকে উৎসাহ বঞ্চিত হয় তখন তার মানসিক অবস্থা মোটেও সুখকর কিছু হয় না। আর এই বঞ্চনার কারণ যদি পাঠকের চোখে না পড়ার কারণে হয়ে থাকে তবেতো সেটা আরো বেশি মনোপীড়ার কারণ হয়। এটা কি আমরা বুঝতে পারি?
একজন নবাগত ব্লগার, হোক সে অন্যের মাল্টিপল নিক বা ভিন্ন মতবাদের কেউ, তাকে কি আমরা পারিনা আমাদের মধ্যে স্বাগত জানাতে? কেন এতো কুন্ঠা আমাদের? মনে কি পড়ে সেই নোবেলবিজয়ী_টিপু-এর কথা? তার একটি পোস্টে যতটি ভিজিটর হয়েছে অনেক পুরানো ব্লগারেরও তা নাই! কিন্তু সে কি আমাদের এই সহমর্মীতার কোনো ছিটে ফোঁটা পেয়েছিলো বেঁচে থাকতে? সে কি চেয়েছিলো কোনো সাহায্য বা অন্য কিছু? তবু কেন আপনি তার লেখায় মন্তব্য করেন নি, আর আজ তাকে নানান বাণী শোনাচ্ছেন যখন সে এগুলো উর্ধে! কেন নতুনদের প্রতি এই অবিচার? জানি আপনি দোষ দেবেন ব্লগের কর্তৃপক্ষের। কিন্তু আপনি নিজে কি কখনো তাদের প্রতি সদয় হয়েছেন?
যাক।
এগুলো বলে আর কি হবে।
সবাই আমরা একই।
সেটা মর্ডারেটর হোক আর ব্লগার হোক।
যদি কোনো পুরানো ব্লগারের, যিনি মন্তব্য করার অধিকার পেয়েছেন, তার যদি ইচ্ছে হয়, তবে নিচে কয়েকটি বাছাই করা ভালো ভালো লেখার লিংক দিলাম; আশা করি মন্তব্য করে লেখকদের উৎসাহ দেবেন। তারা আপনাদের লেখায় আসে কিন্তু কিছু বলতে পারেনা। আপনারাতো পারেন, তাই আপনাদের পানেই তাকিয়ে আছে তারা। আশা করি তাদের নিরাশ করবেন না।
কবিতাঃ
১. আমার কিছু যায় আসে না - - - শাহজাহান মুনির
২. বলবো না - - - উচ্ছাসের কাব্য
৩. ক্ষত - - - shfikul
৪. নিঃশব্দের ঘুণপোকা - - - সায়েদা সোহেলী
গল্পঃ
১. মায়াবতী- - - নির্বাক কালপুরুষ
২. শপথ - - - ঘর কুনো
৩. বেলোয়ারী ভাঙ্গা কারুকাজ - - - পঞ্চ’ম
টেকঃ
১. কম্পিউটার ফরমেট না করে আমি যেভাবে পিসিকে ভাইরাস মুক্ত করি... - - - সোহেল শাহেদ
২. ডাউনলোড করুন এভাস্ট এন্টিভাইরাস (লাইসেন্স ২০৩৮ পর্যন্ত) - - - mahdi0907
রাজনীতিঃ
১. বাঙলায় নিষিদ্ধ আমার কিছু চাওয়া...... - - - hhhhhhhhh
২. সামু, আমি এবং আমরা..................... - - - সাজিদনজরুল
ফিচারঃ
১. বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ দেখে, জ্ঞানের পরিবর্তে লজ্জিত হলাম - - - অপার্থিব ছায়া
অন্যান্যঃ
১. শুধু তোমার জন্য… - - - গুরুমিয়াঁ
২. রাত্রিকালীন মিসকল এবং আমার আশার গুড়ে বালি(";") - - - শৌখিন ছেলে
৩. ২১ শে ফেব্রুয়ারি শেষ- এবার আর ভাষা টাসা দরকার কি! এবার আসছে ২৬ শে মার্চ - - - অথৈ ভাবনা
৪. বিচার চাই!!! - - - মানহুস
৫. বিদ্যুৎহীন এক সন্ধায়। - - - শাশ্বত০০৭
_________________________________________
ডিস্ক্লেঃ
দয়া করে কেউ এটাকে আমার বিভিন্ন মাল্টি নিকের লিস্ট বলে ভাববেন না। কারণ আমি বা আমার বর "প্রভাষক" - কেউই আমরা দ্বিতীয় কোনো নামে ব্লগিং করি না বা করার কোনো প্রয়োজনও বোধ করি না। এমন কি "প্রভাষক" আজ দেড় বছর যাবৎ কমেন্টস ব্লকড হয়ে থাকার পরও এখানে দ্বিতীয় কোনো নিক রেজিস্ট্রেশন করেনি; আবার কর্তৃপক্ষের নিকট অনুনয় করে কান্না-কাটিও করেনি, এবং ভবিষ্যতে করবেও না বলে জানিয়েছে। কাজেই লেখাগুলোর প্রকৃত লেখক সেই-সব নবীন ব্লগাররাই।
সবাইকে ধন্যবাদ।