কোরআনিক ব্যাখ্যায় দয়াদর্শন : সূরা বাকারা, আয়াত : ৫
মুত্তাকিদের সফলতার সুসংবাদ
{৫}أُوْلَـئِكَ عَلَى هُدًى مِّن رَّبِّهِمْ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
উচ্চারণ : উলা-ইকা আ'লা হুদামমির রাব্বিহিম, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন
অর্থ : তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, আর তারাই যথার্থ সফলকাম।
সুরা বাকারার চতুর্থ আয়াত পর্যন্ত মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনার পর পঞ্চম আয়াতে এসে তাদের সফলতার কথা ঘোষণা করা হচ্ছে। বলা হচ্ছে তারা আল্লাহর পক্ষ থেকে সুপথ-প্রাপ্ত। এখানে সুসংবাদ দানকালে আল্লাহর পরিচয়ে গুণবাচক নাম ‘রব’ বলা হয়েছে। রব মানে প্রভু বা পালককর্তা। নিজ পালনকর্তা যদি কাউকে সুপথ প্রাপ্তি ও সফলতার সুসংবাদ দিয়ে থাকেন তাবে তার তো আর খুশির সীমা নেই। আর এখানে যিনি সুসংবাদ দিচ্ছেন তিনি তো আর সাধারণ সসীম পালনকর্তা নয়, তিনি অসীম-শক্তিমান আর অত্যন্ত দয়াময় দয়ালু পালনকর্তা। তিনি ঘোষণা দিয়েছেন, যাদের মধ্যে মুত্তাকির বৈশিষ্ট্য থাকবে তারা যথার্থ সফলকাম। বিষয়টা ভাবতে হবে, মুত্তাকি এ থেকে আর বড় পুরস্কার কি চায়? স্বয়ং আল্লাহ তাকে সফলাতার সুসংবাদ দিচ্ছেন। অতঃপর তার আর ভাবনা কীসে? এখন তো তাঁর ভাবনা হবে শুধু ছয় শর্ত পুরণ করা। সে চেষ্টা করবে শুধু ছয়টি বৈশিষ্ট্যের প্রত্যেক জিনিষ তাঁর মধ্যে পূর্ণাঙ্গ রাখতে।
এই আয়াতে যে সফলতার সুসংবাদ দেওয়া হয়েছে তা কি? এই প্রশ্নের উত্তরে মুফাস্সিরদের মধ্যে মতানৈক্য রয়েছে। কেউ বলেছেন এই সফলতা বা উন্নতি হলো আল্লাহর হুকুম মেনে চলার যোগ্যতা অর্জন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ৩:২৭