সমস্ত দিনের শেষে পশ্চিম আকাশে ডুবে যায় রবি।
পাখিরা ফেরে নীড়ে কর্মক্লান্ত মানুষ ফেরে ঘরে
আঁধারে ঢেকে যায় সবি।
থেমে যায় কোলাহল জেগে উঠে কল্লোল
আর জেগে থাকি আমি।
এখন আমি অনেক রাত জেগে থাকতে পারি।
আমার এই নির্ঘুম রাত,
ফুলের সুভাষে বিমোহিত হতে নয়
জোসনার অপরূপ সৌন্দর্য দেখার জন্যও নয়।
হৃদয়ে দিবে দোল সাগরের কল্লোল আসবে সোনালী প্রভাত
এজন্যও নয় নির্ঘুম রাত।
আমার নির্ঘুম রাত বা জেগে থাকা
শুধু প্রাণের প্রিয়তমা পপির জন্য।
রূপ লাবণ্যে অন্যন্য অপ্সরি পরী।
তার কারণেই জেগে থাকি, তার কারণেই নিশাচরি।
ফেসবুকে যাই পপিকে খুঁজি।
এই এসেছে বা আসলো বুঝি!
আসে পপি হাসে পপি কথা কয় মিষ্টি করে।
শুনে মুগ্ধ হই অপলক চেয়ে রই হৃদয় যায় ভরে।
পপি,
তোমার নেশায় হয়েছি মাতাল
হয়েছি নিশাচর কাঙ্গাল
ডুবে গেছি গহীন অতল
খুঁজে পেয়েছি বাঁচার সম্বল
ভালোবেসে দিব পারি অনন্তকাল
ভাসিয়ে সুখের তরী।
এখন আমি অনেক রাত জেগে থাকতে পারি।
-সোহাগ তানভীর সাকিব
জানুয়ারী-২০১৯
"স্বপন ভিলা"
তেজগাঁও, ঢাকা।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৮