তিমির রাত্রি চারিদিক নিস্তব্ধ
জোনাকি আর ঝিঁ ঝিঁ পোকারা
ক্লান্ত হয়ে নির্বাক স্তব্ধ।
আকাশে জোসনা কিরণ ফুলেল ঘ্রাণে সমীরণ
তারপরও আমার মন যেন কেমন কেমন।
কিছুই ভালো লাগে না।
ভালো লাগে না জোসনা কিরণ আর ফুলেল ঘ্রাণ,
ভালো লাগে না প্রিয় মুঠোফোন, শুনতে ইচ্ছে করে না গান।
শয়ন ছেড়ে বসি। বাতায়ন খুলে দেখি শশী।
মনে শান্তি নাই
আবার শয়নে যাই।
ভাবি প্রিয়তমা পপিকে, ভাবি চোখ দুটি মুদিয়া।
মনে শান্তি পাই, শান্ত হয় হিয়া।
একলা ঘরে অন্ধকারে অপ্সরী পরী
শান্ত করে মন, শান্তি পায় মন
কেটে যায় বিভাবরী।
-সোহাগ তানভীর সাকিব
জানুয়ারি-২০১৯
"পিতৃলয়" দড়িসারদিয়ার, পাবনা।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৬