এই লিখাটি কোন ব্যক্তি বা কোন নির্দিষ্ট মহল কে উদ্দেশ্য করে নয়। তারপর ও যদি কারো আতে ঘা লাগে তাহলে তা সারাইবার কোন দায় দায়িত্ব নিতে পারবো না কারন আপনারা জানেন বাংলাদেশে এখন আর মান্নান মিয়ার তিতাস মলম পাওয়া যায় না।
জ্যোতিষবিদ্যা আসলে নিখুঁত বিজ্ঞান। রাশিচক্রে যা বলা হয়, সবই ফলে। শুধু কবে, কোথায়, কার সঙ্গে—সেটা কেউ বলতে পারে না। আরেকটু প্যাচাইয়া যদি বলি তাহলে বিষয়টা হলো লক্ষবস্তু ঠিক করে তীর মারার চাইতে তীর যেখানে লাগে সেটাকে লক্ষবস্তু বানানোই জ্যোতিষবিদ্যা ।
উদাহরন স্বরূপ ধরেন ফেসবুক এর একটা এপ্লিকেশন “How Deep your Love is” গননা করে বলে আপনার ভালো বাসা কতটা গভীর। একবার কৌতুহল বশে ঢুকে যা বুঝলাম তা হল “ভালোবাসা আসলেই গভীর শুধু কবে, কোথায়, কার সঙ্গে—সেটা বলতে পারে না।“ এরকম নানান জ্যোতিষীর নানা রকম এপ্লিকেশন এর আমন্ত্রন প্রতিনিয়ত পাই কিন্তু তাদের বাড়ীর পাশ দিয়ে যাওয়ার সাহস খুব একটা হয় না- শুধু দূর থেকে দাঁড়িয়ে লক্ষবস্তুটিকে দেখা ছাড়া।
জ্যোতিষবিদ্যা নিয়ে মশকরা করা কারো কারো একদম পছন্দ না, সত্যি বললে আমার ও না। কারন এই বিদ্যা কোন বিদ্যালয়ে শিখানো হয় না। তবে, মাঝে মাঝে পুরা অস্হির হইয়া যাই যখন দেখি একজনের ভবিষ্যত বানীর সাথে আরেকজনের কোন মিল নাই। আর সবজান্তা জ্যোতিষী বাবারা যে বানীগুলো মারেন, তা আসলে অনেকটা মিসির আলী চাচার একটা অমিমাংসিত রহস্য বলেই মনে হয়। বাদ দেন ভাই, আসলে কতজন তো কত কথাই বলে সব কথাকি আর কানের ফুটাতে তুললে চলে।
যাই হোক এই লেখাটি যদি কেউ পড়েন, তাহলে তার সম্পর্কে একটা ভবিষ্যত বানী করি -
আমি বাজি ধরে বলতে পারি আপনি কমসে-কম একশ বছর বাঁচবেন।
যদি না বাঁচেন তাহলে এসে আমার দুই গালে দুটো চড় মারবেন আর সাথে বাজির টাকাও ফিরত নিয়ে যাবেন।
এতক্ষন আজাইরা প্যাচাল পারার জন্য দুঃখিত। আমি আসলে যা বলতে চাই তা হল-
Before one accepts spirituality, astrology is very powerful, like a lion.
Then when one enters into a deeper spiritual life, astrology becomes a tiny household cat.
আমি এটাও গননা করে বলতে পারি যে বিষয়টা আপনি জানেন !!
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১১ রাত ১:২১