শাহবাগে তরুণ প্রতিবাদীরা দবি তুলেছে, কাদের মোল্লার বিচারে ট্রাইব্যুনাল সঠিক রায় দেয়নি। সরকার জামাতের সাথে আতাঁত করে ইচ্ছে অনুযায়ী রায় দিয়েছে।
জামাত এবং তাদের স্বপক্ষীয়রা বলছে, তাদের দলের নেতাদেরকে জুডিশিয়াল হত্যা করার উদ্দেশ্যে সরকার তাদের নেতাদের বিরুদ্ধে ফ্যাব্রিক্যাটেড রায় দেয়ার চেষ্টা করছে।
তার মানে কোন পক্ষই এই ট্রাইব্যুনালের রায় মানার জন্য তৈরি নয়। এর আগে আন্তর্জাতিক পরিমন্ডলে এবং কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে ও এই ট্রাইব্যুনালের দিকে অঙ্গুলি উঠেছে।
দেশের জন্য, দেশের মানুষের জন্য শুধুমাত্র একটাই রাস্তা খোলা। এই ট্রাইব্যুনাল ভেঙ্গে দিয়ে জাতিসংঘের তত্তাবধানে ট্রাইব্যুনাল গঠন করে ন্যুরেমবার্গ ট্রায়ালের মত ট্রায়াল হতে পারে। যাতে সকল দলের অপরাধীদের ন্যায়ানুগ বিচারের আওতায় আনা হবে।
তাতে দেশে হোক বিদেশে হোক কোনদিন কেউ এই বিচারের ব্যাপারে কোন ধরনের আপত্তি তুলতে চাইলে তাদের আপত্তি তোলার পথটি রুদ্ধ হবে। না হয়, এই ট্রাইব্যুনালের সকল রায়ই প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। যেটি ভবিষ্যতের জন্য সুখকর নাও হতে পারে।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
১. ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮ ০