মন্বন্তরী কবি
বলেছিলে কবে
“তুমি কবি হবে
যদি হয় দেশে কবি মন্বন্তর”
সত্যিই তাই
চির ভিক্ষুক মন চির বন্ধ্যা যেনো
কবিতা প্রসবে
কবিকুল ভবে
বন্ধ হয়নি তো কভু হৃদয়ের ভাষা-ক্ষরণ
পদদলা মোহ-স্নাত শব্দ-পাপড়ি
সুগন্ধ ছড়িয়েছে অনিবার
যে শব্দ জমেছিলো যমের প্রকোষ্টে
উড়ে গেলো বন-মুকুলে জোছনার ছোঁয়া
কালো দীঘির টলটলে জলে ভাষা পদ্ম
কাব্য-কলা কতটুকু বোঝে
ফুটে গেছে নিরন্তর অযাচিত ভাবে
তেমনিই বোঝেনি কখনো
প্রজাপতির ডানায় ওড়া বুনোফুলী ঘ্রাণ
(গত ক’মাস ধরে মধ্যপ্রাচ্যের তিনটি দেশের সীমান্ত যেখানে মিলিত হয়েছে সেখানেই আছি। এখানে একটি দ্বীপকে মূল্ভূমির সাথে সংযুক্ত করতে ২৬০০ মিটারের একটি ক’জওয়ে-সেতু নির্মিত হচ্ছে। অতিশয় স্লো গতির ইন্টারনেটে যতটুকু আসা হয়, তা শুধু ইয়াহু আর গুগলের পেজ। ব্লগ কিংবা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলো অনেকদিন দেখা হয়না। বন্ধুবর সুহৃদ ব্লগারকে দিয়ে ক’টি লেখা সামহ্যোয়ারইনের পাতায় দেবার চেষ্টা করছি। তবে মন্তব্যের প্রত্যুত্তর দিতে হয়তো কিছু দেরি হবে।)
সৈয়দ নূর কামাল
রাস গুমাইস
০৫/১২/২০১০
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫১