প্লাবিত ঐশ্বর্য্যের এক রানী
আহত সময় গুলোর এলোমেলো ক্ষনে
অতুল বৈভবের একক সম্রাজ্ঞি তুমি
কিঞ্চিত সমবেদনা যদি পারতে সিঞ্চিতে
পারতো ছুঁতে এ মন এভারেষ্ট চুড়া
দীনতার রুক্ষ প্রান্তর পারতো পেরুতে
আলোক প্রদীপ জ্বলতো অমানিশি-রাতে
জেতার জিঘাংশা তোমায় তরল হতে দেয়নি
লঙ্গিতে পারোনি তুমি কাঠিন্যের সীমানা
প্লাবিত ঐশ্বর্য্যের মোহিনী এক রানী
মানস-রানী হতে ছিলো কতো দ্বিধা
ভিখারিনি রয়ে গেলে মমত্ত্ব-ভুবনে
উদ্ধতার অপ্সরা-ভুষন অঙ্গে জড়িয়ে
দেয়া নেয়ার রাজ্যে মানবী হতে পারোনি
ঝলমলে রুপের প্রাচুর্য্য সারা তনু ভরে
অনুরাগ-রিক্ততা বয়ে গেলে চিরকাল
অমৃত-নদীর তটে কাটিয়ে জীবন
তৃষ্ণাতে একটি চুমুকের প্রাপ্তি ঘটেনি
কি এমন জয়-নেশা হৃদয়ে পুষেছো
পরাজয় গ্লানি যার পরতে পরতে
জ্বালাতে পেরেছো তুমি তীর্থ-মন্দির
আগুনের ছোঁয়া থেকে বাঁচতে পারোনি
বিজয় পুষতে গিয়ে পেলে চির হার