রাখছি শুধু স্মৃতি টুকু ভবিষ্যতের তরে
কৃষ্ণচুড়ার শাখার ওপর সু্র্য্য ওঠা ভোরে
বললে যেদিন তুমি এসে সংগোপনে মোরে
স্বপ্ন দেখার যোগ্যতাটি এই দু'চোখের নেই
তোমায় নিয়ে ভাবনা যেন বন্ধ করে দেই
তোমায় নিয়ে কাব্য লেখা আর না আমার সাজে
অন্য কারো বসত এখন তোমার হৃদয় মাঝে
উত্তরে তার বলার মতো থাকলো কিবা আর
ইচ্ছে যাকে চাইতে পারো তোমার অধীকার
স্রষ্টা যখন ভালোবাসে সুন্দরতম কিছু
তুমি কেনো রইবে পড়ে অসুন্দরের পিছু
তোমার ভালোবাসা যখন করলো আমায় কবি
কাব্য লেখার ভাবনা জুড়ে তোমার প্রতিচ্ছবি
এই অধীকার আমারও তো থাকতে পারে বটে
হোক কবিতা, অংকিত যা আছে হৃদয় পটে
দিলাম সেতো অনেক কিছু মনকে উজাড় করে
রাখছি শুধু স্মৃতি টুকু ভবিষ্যতের তরে