এটা সেদিনের কথা, দু’টি চাঁদ উদিত হয়েছিলো যেদিন
সুদূর আকাশে একটি, অন্যটি অনতিদূরে
দু’চাঁদ যেন নিশ্চুপ নিবিড় প্রতিযোগিতায়
প্রচন্ড প্লাবনে ভাসিয়ে নেবার প্রতিযোগিতা
ধবল জোছনায় ভরা নিকঠ চাঁদ
সুধায়, কতোটুকু প্রয়োজন এ জোছনার?
নির্বাক মুখ যেন বাক্য খুঁজে পায়
অতটুকু, যতটুকু বেঁচে থাকায় অক্সিজেন
অতটুকু, যতটুকু বুভুক্ষুর একথালা খাদ্য
অতটুকু, যতটুকু ঊষর ধরিত্রির এক ফসলা বর্ষণ
অতটুকু, যতটুকু পত্র ঝরার মৌসুমে ফাগুন
অতঃপর ইতিহাসের সাক্ষাত কৃষ্ণবিবরের সাথে
স্থান কালের দুম্ড়ে মুছড়ে যাওয়া অতঃপর
নীলিমার চাঁদ অস্তমিত হবার আগেই
ডুবে যায় প্রতিবেশী চাঁদ
ইদানিং এখানে ঘোর অমানিশা
বড়ই সাধ জাগে ওই জোছনায় অবগাহনে
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৬