রুপের হাটের বিকিকিনি
রুপের নারী রুপ কুমারি রুপের বেপার খাটে
রুপ বণিকের হাতে ধরে রুপ বিকোনোর হাটে
দুই টাকাতে হৃদয় বেচে, চার টাকাতে দেহ
ছয় টাকাতে প্রেমের কেজি আট টাকাতে স্নেহ
হাওয়ায় এখন ওড়ে টাকা কে কার পানে চায়
রুপ মদিরার নেশার মাঝে স্বর্গ খুঁজে পায়
রুপের গন্ধে মাতোয়ারা আকাশ বাতাস জুড়ে
মৌমাছিরাও চারদিকেতে ভনভনিয়ে ওড়ে
পদ পড়েনা ভুমির পরে চৌদিকে ঝলমল
রুপকুমারির গর্ব ভারে কাঁপছে ধরা তল
কারো ঘরের বধু সেজে করবে জীবন ক্ষয়
এমন বোকা রুপকুমারির হবার কথা নয়
রথির চেয়েও মহারথি, সবাই পেতে চায়
রুপকুমারি আপন মনে প্রেমের রস বিলায়
এমন সুযোগ এক জীবনে ক’বার আসে আর
গোল্লা থেকে ছুটে, পাওয়া রসের পারাবার !!!
(অনুগ্রহ করে এই কবিতার ভাবার্থ কোনভাবেই সম্পূর্ণ নারী জাতি কেন্দ্রিক নয়, যারা বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেকাংশ। বিশেষ নিমিত্তে বিশেষ কাউকে নিয়ে লেখা হয়েছিলো)
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১০ সকাল ১০:৩৬