আয়নায় আমাকে দেখতে পাচ্ছি না আমি,
পোষাক দাড়িয়ে আছে, ভিতরটা অদৃশ্য।
টাকা তৈরির কারখানায় জন্ম নিচ্ছে
পৃথিবীর তামাম আয়না।
সেখানে বন, নদী, পাহাড়
এমনকি নারীকেও আয়নায় টাকা এবং
টাকার বংশবিস্তার দৃশ্যগত হয়।
তুমি কি এ পত্র পড়তে পারছো!
তবে তুমিও আয়নায় দাড়িয়ে দেখো,
পোষাক দাড়িয়ে আছে, ভিতরটা অদৃশ্য।