স্মৃতিগুলো ভাল থাক, ভাল থাক শৈশব,
ইশকুল শেষ হলে বুকে ধরা বই সব..
পথে যেতে যেতে যত দুষ্টুমি, হুল্লোড়..
ভাল থাক খেলাধুলা, বিকেলের রোদ্দুর..
সন্ধ্যায় ঘরে আলো কেরোসিন কুপিটাও..
জুম্মার দিন এলে আতর আর টুপিটাও,
ভাল থাক ভন ভন লাটিমের ঘূর্ণন,
তারাভরা আকাশ দেখে অদ্ভুত শিহরণ..
ভাল থাক পথঘাট, ভাল থাক নদীজল,
ভাল থাক ভেতরের শিশুটার কোলাহল....