ব্লগার অভিজ্ঞতা যাচাই পরীক্ষা-২০১৬ ইং
বিষয়ঃ- আজাইরা হাবিজাবি ব্লগিং সম্পর্কে।
সময়ঃ- ২ ঘন্টা ৩০ মিনিট। পূর্ণমানঃ- ১২০
পরীক্ষার স্থানঃ- ৪২০ নং আজাইরা ব্লগার সাইজ সামু বিদ্যা নিকেতন, গুলশান-২, ঢাকা।
বিশেষ দ্রষ্টব্যঃ- ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। নিচে উল্লেখিত উদ্দীপক গুলো মনযোগ সহকারে পড়ে তারপর প্রশ্ন গুলোর উত্তর প্রদান করবেন। প্রতিটি বিভাগ থেকে যেভাবে প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে, ঠিক সেভাবেই প্রশ্নের উত্তর করতে হবে। যদি কোন পরীক্ষার্থীর বিরুদ্ধে নকল, প্রশ্ন ফাঁস, প্রশ্ন জালিয়াতি এবং অন্যকে ডিস্টার্ব করা জনিত কোন ধরনের অসৌজন্যমূলক কার্জকলাপের অভিযোগ উঠে, তাহলে সাথে সাথে তার পরীক্ষা স্থগিত বলে ঘোষণা করা হইবে। এছাড়াও প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষার মিশ্রন দূষণীয়।
((ক বিভাগ- রচনামূলক প্রশ্ন))- পূর্ণমানঃ- ৫০
০১। উদ্দীপকটি পড়েন এবং নিচের প্রশ্ন গুলোর উত্তর প্রদান করেনঃ- (১+২+৩+৪=১০)
গত কয়েকদিন ধরে ব্লগে আমি কত সুন্দর সুন্দর পোস্ট করছি, অথচ তার একটাও পোস্ট আজ পর্যন্ত নির্বাচিত পাতার মুখ দেখতে পেল না ( সেগুলো কেমন আজাইরা পোস্ট ছিল, তা সবাই জানে)। আসলে সামহোয়্যার ইন ব্লগের মডারেটররা কি বেঁচে আছে (?) নাকি সব কয়টা গেছে গা? তারা আমার পোস্টকে নির্বাচিত পাতাতে না নিয়ে নিচ্ছে কি সব ছাগু মার্কা পোস্ট! যে পোস্ট গুলো এই দেশের শত্রু, এই জাতির শত্রু এমনকি এই ব্লগেরও শত্রু! ঐ সেদিন (কোন দিন তা মনে নাই) দেখলাম কে যেন একটা অখাদ্য কবিতা পোস্টাইছে, ওমা! দেখি ঊণচব্বিশ মিনিটের মাথায় সেটা নির্বাচিততে নেওয়া হয়েছে!
তারপর আর একদিন (প্রমাণ নাই) দেখলাম, একজন ব্লগার আর একজন ব্লগারকে কি সব বিশ্রি (আমি কিন্তু সাধু) ভাষায় গালি গালাজ করছে, কিন্তু আজ পর্যন্ত দেখলাম না তার নিক ব্যান হইতে। অথচ আমি কিছু করলেই আমাকে ব্যান করা হয়। ক্যান (?) একই ব্লগে মডুরা এমন দ্বিমুখী নীতি ব্যবহার করবে ক্যান? আমি এর তেব্রো ফরতিবাদ ঝানাইলাম!
প্রশ্নঃ-
(ক) মডু কি? কি খাইলে মডু হওয়া যায়?
(খ) সামহোয়্যার ইন ব্লগে মডুর প্রয়োজনীয়তা কতখানি বলে আপনি মনে করেন?
(গ) 'অ্যাই মডু হইথাম ছাই'- উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করেন!
(ঘ) আপনাকে যদি সামুর মডু বানানো হয়, তাহলে আপনার প্রথম পদক্ষেপ কেমন হতে পারে?- বিস্তারিত আলোচনা।
অতিরিক্ত প্রশ্নঃ- একজন দ্বায়িত্বশীল মডুর দৈনন্দিন জীবন চক্র আলোচনা করুন?
০২। উদ্দীপকটি পড়ুন এবং নিচের প্রশ্ন গুলোর উত্তর প্রদান করুনঃ- (১+২+৩+৪=১০)
জনপ্রিয় নারী ব্লগার ঝামেলা বেগমের আজ খুব মন খারাপ। সারাদিন এত ঘোরা-ঘুরি, কেনা-কাটা, পার্লারে-পূর্লারে গেলেন, কিন্তু কিছুতেই তার আর মন ভাল হল না। ভাবলেন, সম্ভাবত গত রাত্রে পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে বোধ হয় তার এমন হতে পারে। কিন্তু কই! দুপুরে নাক ডাকাইয়া এত লম্বা একটা ঘুম দেওয়ার পরেও যে তার মন ভাল হল না। ঠিক তখনই তার মনে পড়ে গেল আমাদের প্রিয় কমিউনিটি প্লার্টফর্ম এই সামুর কথা।
- আরেহ, আমার মন ভাল না তো আমি সামুতে এই ব্যাপারটা নিয়ে একটা পোস্ট করছি না কেন?
আগে অবশ্য ঝামেলা বেগম এই ধরনের বিষয় গুলো নিয়ে ফেসবুকেই বেশি মাতামাতি করতেন। কিন্তু এখন কেন জানি তার কাছে ফেসবুকটাকে আর আগের মত মচৎকার বলে মনে হয় না, বরং কেমন জানি পান্সে পান্সে মত লাগে। তবে ব্লগটাকে তার কাছে এখন বেশ ভাল লাগে। আর সে কারণেই তিনি নিজের অনুভূতি জানিয়ে ব্লগে একটা কবিতা পোস্ট করলেন-
ধুত্তোর! ভাল্লাগছে না-
সেই সকাল থেকে মেজাজ খারাপ।
ভাবছিলাম পার্লারে গেলে,
শান্তি পাবো, মন ভাল হবে
চেহারা পরিষ্কার হবে পাউডার দিলে।
ঘরে এসে দর্পণে রেখে মুখ
পাইলাম মনে বড়ই দুখ,
মোর সাধেরও বলিহারি চেহারা খানি
কেমন কালিমা লেপে আছে
চোখ লাল মনে হচ্ছে যেন পড়েছে ছানি।
সাথে সাথে সেখানে কয়েকজন লুলীয় টাইপের ব্লগারের আগমন এবং অতঃপর কিছু কমেন্ট বিনিময়। তারা ঝামেলা বেগমকে কত ভাবেই না শান্তনা দেওয়ার চেষ্টা করলো, 'আফামনিতা লাগ কইলেন না, তাইলে আফনার চোকের কাজল মুছে চেদারা আরো খ্রাপ হয়ে যাবে। এমনিতেই তো ঝাক্কাস জরিনা সুন্দরী, আর কাজল মুছে গেলে হইবেন কটকটি সুন্দরী।'
কেও বা বলল- 'ওহঃ ঝামেলা, তুমার মন খ্রাপ জান্টুস। তো আমাকে হেইডা আগে কইবা না। আই তোয়ার জইন্য কিছু ললীপপ কিনছিলাম, সেগুলো পাঠাই দিতাম।'
এমন সময় আর একজন এসে বলল- 'আপুনি মনি আপনার মন্টা আজ খ্রাপ কেনুউউউউউ? আচ্চা এইখানে না, ঐ যে ঐ ঐখানে আসেন; কতা আছে!'
ঠিক তার পিছন পিছন আর একজন এসে কমেন্টাইলো- 'ঝামেলা ডিন ডিন ঠুমার আবালিপনা খিন্ঠু ভেড়েই ঝাইতাছে? এই গুলা কুন দরনের খবিতা? থুমি হামারে লিয়ে খভিতা লিকতে ফারো নাআআআআ?
প্রশ্নঃ-
(ক) লুল কি? লুল কত প্রকার এবং কি কি?
(খ) একজন লুলের জীবন চক্র চিত্র সহ আলোচনা করেন?
(গ) 'আগে কি সুন্দর লুল ফ্যালাইতাম'- গানটির তাৎপর্য ব্যাখ্যা করেন?
(ঘ) উদ্দীপকে ঝামেলা বেগমের পোস্টে যে লুল গুলো ফেলানো হয়েছে, সেগুলো আসলে কোন টাইপের লুল?
অতিরক্তি প্রশ্নঃ- বাস্তব লুল এবং ভার্চুয়াল লুলের মধ্যে পার্থক্য বর্ননা করেন?
০৩। উদ্দীপকটি পড়ুন এবং নিচের প্রশ্ন গুলোর উত্তর প্রদান করুনঃ- (১+২+৩+৪=১০)
রাত নেমেছে এই ধরায়
হয় তো আলোর দেখা পাবে কাল
কিন্তু হে তরুণ, তুমি কি বলতে পারো
এ ধরায় থাকবে চির কাল ?
দেখ তার সৃষ্টি
মানো তার কথা
তবেই দিবেন তিনি
উত্তম জাঝা* !
কবিতাটি বিস্তারিত পড়তে চাইলে এখানে ক্লিক করুনঃ-
প্রশ্নঃ-
(ক) জাঝা শব্দের অর্থ কী?
(খ) সর্ব প্রথম কোন বিখ্যাত ব্লগার তার কবিতায় জাঝা শব্দটিকে ব্যবহার করেন?
(গ) জাঝা শব্দটির নামকরণের স্বার্থকতা বিশ্লেষণ করেন?
(ঘ) 'তোমাকে উত্তম জাঝা প্রদান করা হইলো'- উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করেন?
অতিরিক্ত প্রশ্নঃ- জাঝা শব্দের সাথে মিল করে যে কোন ২০০ শব্দের একটি প্রবন্ধ রচনা করেন?
০৪। উদ্দীপকটি পড়ুন এবং নিচের প্রশ্ন গুলোর উত্তর প্রদান করুনঃ- (১+২+৩+৪=১০)
কম্পিউটার যে বিজ্ঞানের একটা বিস্ময়কর আবিষ্কার, সেটা বোধ হয় আর অস্বীকার করার কোন অবকাশ রাখে না। তাছাড়া এর মধ্যে যে কত কাজ! ইয়া মাবুদ, ভাবতেই কেমন জানি মাথা মুথা আউলাইয়া যায়। তাছাড়া আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে যে এর গুরুত্ব কত খানি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তারপরেও এর গুরুত্ব সম্পর্কে আমরা সব সময় বেশ উদাসিন হয়ে পড়ি। কিন্তু জাকারিয়া স্যারের মত কোন বিখ্যাত ব্যক্তি যখন এই কম্পিউটার নিয়ে কোন পোস্ট প্রসব করেন, তখনকি আর সেটার গুরুত্ব ফেলে দেওয়ার মত হয়?
"কম্প্উটার একটি বিশ্বয় জনক সৃষ্টি । এ নিয়ে মোটেই চিন্তা করা জায় না । মাঝে মাঝে চিন্তা করে আমি একদম ক্লান্ত হইয়া যাই । এখন আমি কি যে করি , ভেবে পাচ্ছি না । কম্প্উটার একটি অত্যাধুনিক যন্ত্র । এর যে কত ক্ষমতা তা চিন্তার বিষয় । তোমরা সকলে কম্প্উটার নিয়ে চিন্তা কর"
প্রশ্নঃ-
(ক) কম্পিউটার আসলে কি? উহা খায় না গায় মাখে?
(খ) স্যার জাকারিয়ার করা কোন পোস্টকে ব্লগার মানুষ 'দ্রুপদী পোস্ট' বলে আখ্যায়িত করেন?
(গ) আধুনিক যন্ত্র কম্পিউটার নিয়ে স্যার জাকারিয়ার যে চিন্তা ভাবনা সেটাকে আপনি কতটা যৌক্তিক বলে মনে করেন?
(ঘ) কম্পিউটার একটি জঠিল বিস্ময়জনক যন্ত্র- নামকরণের তাৎপর্য আলোচনা করেন?
অতিরিক্ত প্রশ্নঃ- চিত্র সহ জাকারিয়া স্যারের ব্যবহৃত সেই বিখ্যাত কম্পিউটারটির জীবন চক্রের বর্ননা প্রদান করেন? যে কম্পিউটারকে দেখেই তার মাথায় এমন ঐতিহাসিক একটা চিন্তা বাসা বেঁধেছিল।
০৫। উদ্দীপকটি পড়ুন এবং নিচের প্রশ্ন গুলোর উত্তর প্রদান করুনঃ- (১+২+৩+৪=১০)
আপনি কি জানেন, "যৌনাকাঙ্খাই অসহনীয় মাথাব্যথার কারন?" যদি না জেনে থাকেন তাহলে আজই জেনে রাখুন। আর কিছু না হোক, অন্তত ভবিষ্যতে তো কাজে লাগবে। জ্বি হ্যা, অধিকাংশ ক্ষেত্রে যৌনাকাঙ্খাই অসহনীয় মাথাব্যথার মূল কারণ। মানুষের মাথা ব্যাথার অন্যতম প্রধান উপাদান মাইগ্রেনের সঙ্গে যৌনতার একটা বিশেষ সম্পর্ক খুঁজে পেয়েছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু নাম না জানা বিশেষ বিশেষ অজ্ঞ ব্যক্তিরা দাবি করছেন।
এখন কেউ যদি বলেন ভাই আমার মাইগ্রেন হচ্ছে, তো তার দিকে ভুরু কুছকাইয়া তাকাইতে তো হইবোই। অবশ্য উক্ত ব্যক্তিটা যদি বিবাহিত হন তাহলে কিন্তু তাকে বলাই যায় যে, ভাই, ভাবীর লগে কি আজকাল ঝগড়া-টগড়া চলতেছে নাকি? আর ব্যক্তিটা যদি অবিবাহিত হন তাহলে তাকে একটা বিয়ে করার জন্য নিশ্চই সৎ পরামর্শ দেওয়াই যায়। কিন্তু বুড়া আর গুড়া (বাচ্চা)'দেরকে কি বলা যায়, সেই ব্যাপারে কবি অবশ্য নিরব দর্শকের ভূমিকা পালন করছে।
প্রশ্নঃ-
(ক) যৌনাকাঙ্খাই অসহনীয় মাথাব্যথার কারন?- পোস্টটির লেখকের নাম কি?
(খ) যৌনতা এবং মাথা ব্যাথা এই শব্দ দুইটার মধ্যে কি আপনি কোন মিল খুঁজে পান?
(গ) 'আমার খুব মাইগ্রেন উঠেছে!'- এখানে মাইগ্রেন উঠাকে আপনি ঠিক কি বুঝতেছেন?
(ঘ) সামহোয়্যার ইন ব্লগে হাবিব মহাজনদের মত বিখ্যাত ব্লগারদের গুরুত্ব কতখানি? বিস্তারিত আলোচনা করেন?
অতিরিক্ত প্রশ্নঃ- আলোচ্য উদ্দীপকটিকে যদি সঠিক বলে ধরে নেওয়া হয়, তাহলে উক্ত মাইগ্রেনের ব্যাপারে বুড়া এবং গুড়া- এই দুই প্রজন্মকে ঠিক কোন ধরনের পরামর্শ দেওয়া যায় বলে আপনি মনে করেন?
০৬। উদ্দীপকটি পড়ুন এবং নিচের প্রশ্ন গুলোর উত্তর প্রদান করুনঃ- (১+২+৩+৪=১০)
দুই বন্ধু নদীর ঘাটে বসে গল্প করছে। কিন্তু প্রথম বন্ধুটার একটু মন খারাপ হওয়ায় দ্বিতীয় বন্ধু তাকে জিজ্ঞাসা করলো- 'ব্যাপার কিরে দোস্ত, মনে হচ্ছে আজ তোর মনটা খুব বেশি ভাল নেই?' দ্বিতীয় বন্ধুর প্রশ্ন শুনে প্রথম বন্ধুটা বলল- 'আর বলিস না দোস্ত! কইতরিরে নিয়া বহুত ঠ্যালার মধ্যে আছি'রে!'
দ্বিতীয় বন্ধুটি একটু অবাক হলে বলল- 'কস্কি মমিন? ক্যান কি হইছে?'
- আর বলিস না! কইতরির যা চাহিদা সেইটা বোধ হয় আমি পূরণ করবার পারুম নারে দোস্ত। তার থেকে বরং সে ঐ মকবুল্লার লগে তার পুরান পিরিত জোড়া দিয়া দেউকগা! আমি আর তার এই ঠ্যালা সামলাইতে পারতেছি না!
- আরে এই কুনো কতা হইলো! বেশি ত্যাড়ামি করলে কইতরিরে এই পৃথিবী থিকা মাইনাচ কইরা দিমু না?
প্রশ্নঃ-
(ক) 'কস্কি মমিন এবং ঠ্যালা', এই শব্দ দুইটা সর্বপ্রথম ব্লগে এনেছিলেন যে দুইজন ব্লগার তাদের নিক নেম কি?
(খ) মোস্তফা সারোয়ার ফারুকীর কোন নাটকে অভিনেতা 'সোহেল খান' এই বিখ্যাত ডায়ালগ 'কস্কি মমিন' উচ্চারণ করেন?
(গ) উদ্দীপকে প্রথম বন্ধুকে যে তার জান্টুস কইতরি ঠ্যালা দিচ্ছে, এই ঠ্যালাটা আসলে কিসের ঠ্যালা বলে আপনি মনে করেন?
(ঘ) জনপ্রিয় ব্লগার চিকন মিয়ার সেই বিখ্যাত ডায়ালগ 'ঠিকাচে মাইনাচ' শব্দটাকে ফিরিয়ে আনতে আপনি কি ব্লগে মাইনাচ বাটন চান? চাইলে কেন চান?- উপযুক্ত কারণ সহ ব্যাখা করেন?
অতিরিক্ত প্রশ্নঃ- ২০০৮ সালে সর্বপ্রথম 'আলেকজান্ডার ডেনড্রাইট'কে যে চিকন মিয়া মাইনাচ পুরুষ্কার প্রদান করা হয় তার ইতিহাস বর্ননা করেন- বিস্তারিত আলোচনা সহ?
((খ বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্ন))- পূর্ণমানঃ- ৫০
০১। ব্যাখ্যা লিখুন (যে কোন দুইটি):- ৫*২=১০
(ক) আমি ঘর হইতে বাহির হইনা,
লাগে যে ভীষন ভয়।
তাই নিরাপদে বসি কিবোর্ড চাপি,
ব্লগ করিয়াছি জয়।
(খ) বল লুল-
দিবো খোপায় টগর ফুল।
লুল বিহারী তব আমারি মত লুল,
নারী দেখিলেই শিষ বাজাইতে করিনা কভু ভুল।
আমি বিদ্রোহী লুল- কান্তু
আমি সেইদিন হবো শান্ত;
যে দিন পাব্লিক দিবে গন ধোলাই আর
ভাঙবে দু'পাটি দন্ত!
(গ) বাসর সাজাইতে আর কত দেরি- আঙ্গুরী?
আজও তোমার বাবা প্রেম বুঝে না, আছেন ভীষন রেগে;
দেখা মাত্রই দৌড়ায় যেন একশো মাইল বেগে।
(ঘ) আর কত কাল ডাবল খাটে একলা একা রবি,
উষ্টা দিয়া জিগায় আমার কাঁথা-বালিশ-ছবি।
০২। এক কথায় প্রকাশ করেন (যে কোন পাঁচটি):- ১*৫=৫
(ক) ব্লগ লিখেন যিনি।
(খ) তেনাকে উপর্যপুরি প্যাচান যিনি।
(গ) নারীদের ব্লগে হাদুম পাদুম করেন যিনি।
(ঘ) প্রথম পাতায় লটকানো যে পোস্ট।
(ঙ) আজাইরা ক্যাচাল এড়ালেন যিনি।
(চ) নীতি ভঙ্গের দরুণ ঠুয়া দিয়া পাঠানো হয় যে জেল।
(ছ) নিজের পরতিভা জাহিরের জন্য ভিন্ন ভিন্ন নামে আর্ত্মপ্রকাশ করেন যিনি।
০৩। উপযুক্ত শব্দ বসিয়ে শূণ্যস্থান পূরন করুন (যে কোন পাঁচটি):- ১*৫=৫
(ক) পস্টু ভালা পাইলাম, ঠিকাচে_______।
(খ) মচৎকার পোস্ট, ধন্যবাদের সহিত পিলাচ এবং সরাসরি_______।
(গ) বেশ গবেষণা লব্ধ একটা পোস্ট। পোস্টে উত্তম______প্রদান করা হইলো।
(ঘ) ছাগুরা ইদানিং যেখানে সেখানে _______ ও _______ করে।
(ঙ) পোস্টটা কোন দোষ না করার সত্ত্বেও আমাকে ফ্রন্ট পেইজ ______ করা হলো কেন?
(চ) _____, _____ এবং _____ করার জন্য আপনাকে ট্রিপল ধন্যবাদ জ্ঞাপন করিলাম।
(ছ) কাঁচায়ে না নোয়ালে _____ পাঁকলে করে ঠাশ ঠাশ।
০৪। পূর্ণরুপে প্রকাশ করুন (যে কোন পাঁচটি):- ১*৫=৫
হা হা লু খু প গে, ছাদে গদি, মডু, হা হা প গে, দু গি ম, জি এম টি টি,
০৫। সমর্থক শব্দ লিখুন (যে কোন পাঁচটি):- ১*৫=৫
ছাগু, লুল, আবাল, মাল্টিবাজ, নিক, ব্লগ
০৬। প্রবন্ধ লিখুন (যে কোন একটি):- ১*২০=২০
(ক) বাসর রাতের বিলাই মারার অভিজ্ঞতা।
(খ) আমার দেখা একজন সেরা লুলের আত্মজীবনী।
(গ) প্রথম পাতায় পোস্ট প্রকাশের অনুমতি পাওয়ার দিনের অনুভূতি।
(ঘ) ব্যান খাওয়ার পরের অনুভূতি।
অতিরিক্ত প্রশ্নঃ-
কারক ও বিভক্তিতে প্রকাশ করুন (যে কোন পাঁচটি):- ১*৫=৫
(ক) পোলাডা দিনে দিনে খুব লুলীয় টাইপের হয়ে যাচ্ছে- 'দিনে দিনে' কোন কারকে কোন বিভক্তি?
(খ) আমরা সবাই রাজা আমাদের এই সামুর রাজত্বে- 'রাজত্ব' কোন কারকে কোন বিভক্তি?
(গ) প্রথম হইছি চা দেন- 'চা' কোন কারকে কোন বিভক্তি?
(ঘ) পোস্টুতে সজ্ঞানে পিলাচ খিলাইলাম- 'পিলাচ' কোন কারকে কোন বিভক্তি?
(ঙ) আফা আম্নেরে বেশ ফরিচিত ফরিচিত মনে হইতেছে দেকি- 'ফরিচিত ফরিচিত' কোন কারকে কোন বিভক্তি?
(চ) আমরা এহন বিযি আচি, পরে আইয়েন- 'বিযি' কোন কারকে কোন বিভক্তি?
((গ বিভাগ- নৈব্যেক্তিক প্রশ্ন)) পূর্ণমানঃ- ২০
নৈব্যেক্তিক প্রশ্নের উত্তর দেন (যে কোন দশটি):- ২*১০=২০
০১। সামহোয়্যার ইন ব্লগের প্রথম ব্লগারের নাম কিঃ-
(ক) ইমরান হাসান
(খ) জানা
(গ) দেবরা
(ঘ) হাসিন
০২। সামহোয়্যার ইন-এ প্রথম ব্লগ পোস্টকারী ব্যক্তির নিক নেম কিঃ-
(ক) হাসিন
(খ) দেবরা
(গ) অপি আক্তার
(ঘ) ইমরান হাসান
০৩। কোন গাছের পাতা ছাগলের প্রিয় খাদ্য বস্তু তালিকার শীর্ষে অবস্থান করছেঃ-
(ক) নিম পাতা
(খ) তেজপাতা
(গ) বেল পাতা
(ঘ) কাঁঠাল পাতা
০৪। কোন ব্লগার সামুতে 'ক' লিখে পোস্ট করলে পোস্ট ব্যাপক হিট হতো বলে অন্যান্য ব্লগাররা অভিযোগ করেনঃ-
(ক) কৌশিক
(খ) কাল্পনিক_ভালবাসা
(গ) নাফিস ইফতেখার
(ঘ) আরিল
০৫। বিজয়ের মাসে শাহরুখ এলো, ভাষার মাসে শীলা; হে বিধাতা এই জাতীকে স্বাধীনতা কেন দিলা?- আলোচ্য পুংক্তিটি কোন ব্লগারের রচিত কবিতার শিরোনামঃ-
(ক) পাহাড়ের কান্না
(খ) হাসান মাহবুব
(গ) প্রামানিক
(ঘ) লালসালু
০৬। যে কোন ব্লগ পোস্টে জনপ্রিয় ব্লগার রাজসোহানের সেই ঐতিহাসিক কমেন্টটি কেমন ছিলঃ-
(ক) ঠিকাচে মাইনাচ
(খ) দূরে গিয়া মর
(গ) বাল্পোস্ট
(ঘ) পুত্তুম পিলাচ
০৭। ব্লগার অপি আক্তারের যে পোস্টটা সামুর সর্বোচ্চ কমেন্ট প্রাপ্তির তালিকায় অবস্থান করছে, সেটা পোস্ট করা হয়েছিল কত সালের কত তারিখেঃ-
(ক) ২৯ শে ডিসেম্বর, ২০০৯
(খ) ২১ শে জুন, ২০০৯
(গ) ২২ শে জুলাই, ২০০৯
(ঘ) ২১ শে মে, ২০০৯
০৮। সামহোয়্যার ইন ব্লগের পথ চলা শুরু হয় কত সালের কত তারিখেঃ-
(ক) ১২ ই ডিসেম্বর, ২০০৫
(খ) ১৮ ই ডিসেম্বর ২০০৫
(গ) ০৯ই ডিসেম্বর ২০০৫
(ঘ) ১৫ ই ডিসেম্বর ২০০৫
০৯। "জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন, জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন"- চমৎকার এই কবিতার লাইন দু'টি কার ব্লগ প্রোফাইলে এখনো জ্বলজ্বল করে জ্বলছে, অথচ তিনি আজ আর আমাদের মাঝে নেই। চলে গেছেন বহু দূরে, একদম না ফেরার দেশেঃ-
(ক) রাজা মশাই
(খ) নোবেল বিজয়ী_টিপু
(গ) ইমন জুবায়ের
(ঘ) ফিউশন ফাইভ
১০। উপরের ছবিটির ডিজাইনার ছিলেন সামুর কোন বিখ্যাত ব্লগারঃ-
(ক) ফিউশন ফাইভ
(খ) দূর্যোধন
(গ) কৌশিক
(ঘ) নাফিস ইফতেখার
১১। "+++++ Are you still married? i am unmarried"- বেশিরভাগ ক্ষেত্রে নারীদের ব্লগে আলোচ্য উক্তিটি করতেন কোন ব্লগারঃ-
(ক) চাঁদগাজী
(খ) প্রিন্স
(গ) পাহাড়ের কান্না
(ঘ) জাতির নানা
১২। "ব্লগ ভরিয়া গেলো হরিদাস পালে"- আলোচ্য কমেন্টের মূল উক্তি 'হরিদাস পাল' কোন কবির কবিতার অন্তর্গতঃ-
(ক) সুবির নন্দী
(খ) দেবজ্যোতিকাজল
(গ) কি করি আজ ভেবে না পাই
(ঘ) জ্যোতির্ময় নন্দী
১৩। ২০১৩ সালের ২৯ শে জুলাই- সামুর কোন ব্লগার সামুকে ধ্বংস করার হুমকি প্রদান করেছিলেনঃ-
(ক) পরিবেশ বন্ধু
(খ) ভয়ঙ্কর বিশু
(গ) কালপুরুষ
(ঘ) চাপাবাজ
.....................................................সমাপ্ত.....................................................
বিশেষ কৃতজ্ঞতাঃ- পোস্ট সংক্রান্ত বিষয়ে আমি সর্ব প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি সামহোয়্যার ইন ব্লগের সিনিয়র ব্লগার জনাব পাহাড়ের কান্না ভাইয়ের প্রতি। কারণ আমার বর্তমান পোস্টের সম্পূর্ণ আইডিয়াটা পাই আমি উক্ত ব্লগারের ২০১১ সালের ০৫ই মার্চে করা ব্লগার অভিজ্ঞতা যাচাই পরীক্ষা-২০১১ নামক পোস্টটি থেকে। আর সেজন্য সর্বপ্রথমে আমার পক্ষ থেকে তাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা!
এছাড়াও আমার বর্তমান পোস্টের বিশেষ কিছু শব্দ, বিশেষ কিছু ভাষা এবং বিশেষ কিছু লাইন পাকা ভাইয়েরই বিভিন্ন পোস্ট থেকে সংগ্রহ করা। আশাকরি পাকা ভাই এ ব্যাপারে কোন ধরনের আপত্তি করবেন না (যদি এই পোস্টটা তার দৃষ্টি গোচর হয় তাহলে)!
দ্বিতীয়ত সামহোয়্যার ইন ব্লগের অন্যতম জনপ্রিয় ব্লগার জনাব হাসান মাহবুব এবং ব্লগার আমি তুমি আমরা'র কাছেও বিশেষ ভাবে কৃতজ্ঞ। কারণ পোস্টের কিছু ইতিহাস যথাক্রমে হামা ভাইয়ের অনর্থক ব্লগর ব্লগর-সিরিজ এবং আমি তুমি আমরা ভাইয়ের ব্লগারদের নিয়ে সিরিজ পোস্ট থেকে সংগ্রহ করা। তাই এই দু'জনের প্রতিও রইলো আমার পক্ষ থেকে অজস্র শুভ কামনা।
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ- এই পোস্টের যাবতিয় সৃষ্টি সবই আমার নিজেরই অনুর্বর মস্কিষ্কের একটা বাহ্যিক ফল সরূপ। সুতরাং এর যাবতিয় দ্বায়-দ্বায়িত্ব সবই আমার। তবে কাওকে আক্রমণ, ক্রিটিসাইজ, ইনসল্ট, অথবা হেয় প্রতিপন্ন করার জন্য এই পোস্টটা তৈরি করা হয় নাই। তাছাড়া উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাওকে অন্যের কাছে ছোট করাও এই পোস্টের মূল উদ্দেশ্য নয়। বরং বন্ধু দিবসের শুভেচ্ছা সহ বন্ধুত্বের মজাটা সমস্থ ব্লগার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়াটাই আমার এই পোস্টের মূল উদ্দেশ্য। সুতারাং আমার পক্ষ থেকে সবাইকে জানাই বন্ধু দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং শুভ কামনা!!
এছাড়াও পোস্টের বিষয়বস্তুর সাথে যদি কোন ব্লগারের ব্লগিং জীবনের সাথে মিলে যায়, তাহলে সেটা একান্তই কাকতালীয় ব্যাপার মাত্র। এর জন্য লেখক, প্রকাশক কিংবা কর্তৃপক্ষ কোন অংশেই দ্বায়ী থাকবে না। তাছাড়া পোস্ট ভাল বা খারাপ লাগাটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে পোস্ট ভাল না লাগলে পোস্ট ছাড়া ৫০০ হাত দূরে অবস্থান করুন, দয়া করে পোস্ট বহির্ভূত কোন অনাকাংখিত মন্তব্য না করলে খুশি হবো। তাছাড়া পোস্টে যে সমস্থ পরিচিত কিংবা অপিরিচিত ব্লগারদের নাম উল্লেখ করা হয়েয়ে, আমি কিছুটা ভাল মনে করেই সেটা করেছি। যদি কেউ চায় পোস্টে তার নাম থাকবে না, তাহলে কমেন্টে বলার সাথে সাথে আমি তার নামটা এডিট করে বাদ দিয়ে দেবো! ধন্যবাদ সবাইকে! হ্যাপি ব্লগিং........!!
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:১১