আমি জানি তুমি একদিন আমার পুজো নিতে
আবার প্রেম মন্দিরের বেদিতে দেবী হয়ে বসবে,
আমার ভালোবাসার কুফরিগুলো
ক্ষমা পড়ে যাবে তোমার বিশালতায়,
শীরকগুলো ধুয়ে যাবে তোমার দেবী রুপে!
কোন এক আধা নোয়া ভোরে তুমি আমায় নিয়ে
ভুল করে স্বপ্ন দেখে শিউরে উঠবে,
আমি জানি সেটা! আমি জানি
একদিন তুমি আমার হৃদয় পূজো
চরন পেতে গ্রহণ করে প্রেমে ভিজোবে।
আচ্ছাহ, সেদিন আমায়
সকল পূজোর বিনিময়ে তোমার দুচোখে
তাকিয়ে থাকার প্রসাদ দিও।
দুলাইন শব্দের হাহাকার ঘুচবে তবে,
ক্লান্ত অবসাদ শুকনো হৃদয় ফিরে পাবে শৈবালিনী,
ঘাসফুলের বুনো গন্ধে
আবার উন্মাদ হয়ে উঠবে অনুভূতিদের উঠোন,
কবিতারা আবার আবৃত্তি করবে তোমায়,
দেবীর মন্দিরে পুজোর আসর বোসবে রোজ!
আমি সময়ের সুতোয় আশা গেঁথে অপেক্ষা করি
জানি তুমি একদিন আমার পুজো নিতে
আবার প্রেম মন্দিরের বেদিতে দেবী হয়ে বসবে,
আমার ভালোবাসার কুফরিগুলো
ক্ষমা পড়ে যাবে তোমার বিশালতায়,
শীরকগুলো ধুয়ে যাবে তোমার দেবী রুপে!
আমি জানি, তুমি আসবে, তোমাকে আসতেই হবে।