তবে দুছটাক তাজা কষ্টই দাও, সুখ চাইনে।
শুধু বুক ভরে নিঃশ্বাস নিতে চাই দুবেলা দুমুঠো।
বুক জুড়ে সারিবাঁধা স্মৃতির দূর্গ,
পুরোনো কষ্টের গাঁথুনি।
গাঢ় অন্ধকার,
গুমোট গন্ধ,
নিঃশব্দ চিৎকার
পাথরের মত জমাট বাঁধে,
ওজন বাড়ে কষ্টগুলোর, ভারী হয়, ভীষণ ভারী।
বুক জুড়ে শুধু গোঙানীর শব্দ।
আমি বুঝতে পারি এ আমার মানুষ হবার দায়।
হৃদপিণ্ডের সবগুলো বাতায়নের পাল্লা খুলি,
তবু নিঃশ্বাস নিতে পারিনে,
অসহ্য; অসহ্য যন্ত্রণা,
আমি মুক্ত হতে চাই,
অথচ চাপা পড়ি আরো শক্ত বাঁধনে।
পুরোনো কষ্টগুলো সরাও,
ওদেরকে কোন বেহেশত খানায় রাখো,
আমাকে বরং তাজা কষ্ট দাও, দুবেলা দুমুঠো তাজা কষ্ট।
আমি নিঃশ্বাস নেব, বুক ভরে,
বিষণ্ণ একলা পড়ে থাকা জীবনের সৈকতে দাঁড়িয়ে।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫