বিস্ময়ের গাণিতিক সুত্র তুমি,
ক্ষনে ক্ষনে ভিন্ন অংক, বেপরোয়া সব সংখ্যার উঁকিঝুঁকি,
কষতে গেলেই দ্বিধার রাজপথ।
থমকে দাড়িয়ে থাকতে হয় সময় থেকে আরো সময়,
তবু অংক মেলেনা ।
তুমি ভাগফলে নেই, যোগফলে অধরা,
গুন ফলে সংখ্যাহীন অস্পষ্টতা,
বিয়োগের হিসেবেও তোমার নাম নেই, চিহ্ন নেই।
অথচ আমার হিসেবে তুমি স্পষ্ট, খুব স্পষ্ট।
তোমার হিসেব মেলানো গণিতে কম্য নয়।
তুমি বিয়োগ অংকের যোগফল,
ভাগের অংকে তুমি উত্তর হও গুনফলের অধিক।
আর আমার ভাগ্যের অংকে
তুমি পাওয়া না পাওয়া এক ভালোবাসার নাম,
এখানেও দ্বিধার হিসেব।
তুমি মানেই রুপকথার গোলক ধাঁধাঁ,
আমি দিশা হারাই বারবার তোমার মাঝে,
বিচিত্র সব রঙ তোমার, অগোনিত রঙের বর্ণিলতা,
আমি মুগ্ধ হই তোমাতে, যেন মন্ত্র মুগ্ধ,
ভালোবাসি এক তোমাকে হাজার রকম ভাবে!
সব হিসেবের উল্টো পথে তোমায় আমি কষবো,
অমিল সংখ্যাগুলোর মান ধরে নেব প্রেম।
এপাশের মন মিলবে ওপাশের প্রেমে,
অতএব, ডানপক্ষ = বামপক্ষ (প্রমানীত) !
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৬