- 'তুমিতো জানো আমাকে তুমি কখনই পাবেনা, তাহলে এতো ভালোবাসো কেন আমায়? আমাকে ভুলে যাও। দুরে যাও।'
আমার সিমানাটুকু যে তোমাকে দিয়ে ঘেরা। উঁচু পাচিল, তার উপর কাটাতারের বেড়া। কোথায় যাই বলোতো?
আমি বরং মিশে যাই -
তোমার কৃষ্ণ কালো রঙ্গ কেশে।
ভাবনা ঘেষে।
তোমার কানের দুলে।
ছন্দ তুলে।
তোমার নাকের নথে।
মনের পথে।
তোমার ঠোটের ভাজে।
দেহের লাজে।
তোমার চোখের কোণে।
সুখের ক্ষনে।
তোমার মনের ঘোরে।
সকল ভোরে!
সেথায় তুমি আমার হবেতো? একান্তই আমার! নিরবিচ্ছিন্ন আমার!
- 'আমার বুকের মধ্যে ছোট্ট একটা ঘর আছে। অন্ধকার। সেখানে আমি
তোমায় রাখবো!'
ওখানে তোমায় পাবো?
তুমি আমায় নাম ধরে ডাকবে?
জিজ্ঞেস করবে আমি কেমন আছি?
জিজ্ঞেস করবে আমি খেয়েছি কিনা?
আমার চোখের দিকে তাকিয়ে শাসনের সুরে জানতে চাইবে গতরাতে আমি কেঁদেছি কেনো?
আমাকে জড়িয়ে ধরে কিছুক্ষন চুপাচাপ দাড়িয়ে থাকবে?
সর্বসত্ত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৫