তুমি মাদক হও বিধু, আমি মাতাল হবো,
হরহামেশা, ভোর সকালে, মধ্যদুপুর, বিকেলে বেলায়,
সন্ধে নেশায়, রাতদুপুরে - আমি মদ্যপ হতে চাই!
আমার পা টলুক, মাথা ঘুরুক, আমি আছড়ে পড়ি,
নিজের গালে নিজে আঁচড় কাটি,
মদের নেশায় চক্ষু হোক রক্তবর্ণ,
নিঃসরন হোক ডোপামিন কিংবা নিউরোট্রান্সমিটার,
তবু আমি মাতাল হবো, তোমার নেশায় আসক্ত হবো!
নেশার টান বাড়ুক, মস্তিস্ক ভরে জমা হোক টক্সিন,
একটা ড্রাগ-মুক্ত দিনও হোক আমার কল্পনার অতিত।
মানুষে মানুষে রটে যাক আমার মাতলামী,
লোকে বলুক মাতাল কবি, আত্নউদাসীন, ছন্নছাড়া।
মাদক নিরাময় কেন্দ্রের নেমন্তন্য জমা হোক বস্তায় বস্তায়,
আমি ধরেও দেখবো না সেসব নেমন্তন্য!
আমি আচ্ছন্ন হতে চাই তুমি নামক আসক্তিতে!
লোকে হাসুক! কপাল কুঁচকে তাকাক আমার দিকে,
অন্যের প্রেমিকারা হিংসে করুক তোমায়,
আমাকে অপবাদ দিক পৃথিবীর সকল প্রেমিকরা,
তখনও আমি বেসামাল থাকতে চাই, তোমাতে।
তুমি শুধু আদর করে আমাকে বলো 'মাতাল একটা'!
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০১