তোমার অধরের কোণে কোণে অগ্নি স্রোত,
আমি ছুঁয়ে দেখি সে অধর পল্লব,
অধরে অধর মেশে দূর থেকে, অনুভূতির চৌমহনী,
তুমি নিস্তেজ হও, অথচ জেগে উঠো ভেতর থেকে।
উচ্ছন্নে যায় সব হিসেব কিতেব।
তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা!
তোমার মৃদু প্রকম্পিত দুঠোট নিকোটিন ভরা কাব্য,
প্রতিটা বর্ণে বর্ণে নেশা, বাক্যজুড়ে উজান উন্মাদনা, ,
আমি মাতাল হই তোমার সে গন্ধে, রঙে,
উদ্ভ্রান্ত উন্মাদ দৃষ্টি, আমায় টানে, গাঢ় সংসর্গ,
বার্তা আসে বাতাসের শব্দে 'সুখি হও'।
সুখের প্রতিবিম্ব নেমে আসে রক্তপ্রবাহে,
তুমি হয়ে উঠো কাশার গ্লাসে টাটকা খেজুরের রস।
কিশোরির হাতের লবন লাগানো কাঁচা তেতুল।
সমস্থ পৃথিবী যখন ভালোবাসা শুন্য,
একফোটা প্রেমের অভাবে চারদিকে ধুধু মরুভুমি,
তখনও তোমার দুঠোট চির সবুজ মরুদ্যান, বসন্ত,
প্রেমপুর্ণ শান্ত শিতল জলাশয়, প্রশান্তির স্রোতধারা,
আমার সমস্থ অনুভূতিরা হুড়মুড় করে নেমে পড়ে সে জলে,
আত্না ডুবিয়ে স্নান করে, সতেজ হয় তৃষ্ণার্ত হৃদয়।
প্রাপ্তির বলয়ে প্রশস্ত হয় প্রত্যাশার কানন।
তুমি লুট হবে, শৈবালিনী?
ভালোবাসার সকল স্পর্ধা খরচা করে আমি তোমায় লুট করবো।
শিতল অথচ উষ্ণ গল্প লিখবো দুজন মিলে,
আমার বুকে সাতরাবে তুমি।
অশরিরী প্রশান্তিরা ভিড় করবে আমাদের নীড়ে,
সুখ সুখ সুখ!
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৩