আজ আমার কলমে তুমিই ভর করেছো,
এতটা উষ্ণ, উত্তাল এর আগে এই কলমকে কখনই হতে দেখিনি আমি!
অনুভূতিদের বর্ণমালায় আজ তৈরি হবে শব্দ, বিমুগ্ধ শব্দ, বিস্মিত শব্দ!
শব্দে-বর্ণে আজ তোমায় আঁকবো!
ঘোমটা সরাও, জোছনা ঝরুক।
তোমার চোখের ভাঁজে ভাঁজে উপচে পড়া ফেনীল,
অনায়াসে ভেসে যায় সৌন্দর্য্যের পূজারী সহস্র চক্ষু,
মোহনীয়তার বালুঝড়ে থমকে যায় অযুত হৃদয়,
মস্তিস্কে জমা হয় তোমায় ঘিরে নিযুত স্বপ্নের নিউরন,
মুগ্ধতার উপমা হও তুমি!
পৃথিবীর গোলার্ধ ভুলে তৈরি হয় নতুন পৃথিবী, নব রাজ্য,
তুমি ঘোষীত হও সে রাজ্যের রাণী, দেবী!
এদিকে তাকাও, এ পৃথিবী আরেকবার অবাক হোক!
উদ্ভ্রান্ত কোন কবি নিশ্চল হয় তোমার আঁখি রেখায়,
ছন্দ, কাব্য আর সুরের গভির সমুদ্র তোমার দুচোখ,
অবলিলায় সাতটা জন্ম যেন পার করা যায়
তোমার এক ঝলক চোখের পলকের ছন্দ লিখতে লিখতে,
ইচ্ছেবৃক্ষগুলো সতেজ হয়, বেঁচে থাকার রসদ পায় কবিতা।
আরেকটু থাকো, তৃষ্ণা মিটবেনা জানি,
তবু ত্রিচোখ ভরে তোমায় দেখবো।
আচ্ছা, তোমার একটা নাম দিয়ে নিলে কেমন হয়, আমার মত করে!
হেলেন অব ট্রয়, কুইন অব সেবা, ক্লিওপেট্রা
এদের পাশে বসবে সে নাম।
যে নামের গন্ধ হবে বেলী ফুলের। রঙ হবে চাঁদের আলোর!
তবে তাই হোক তোমায় আমি 'বিধু' ডাকবো!
ছবি স্বত্বঃ পিন্টারেস্ট
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫২