তুমি কবিতা হও।
আজ তোমায় নাম দেবো চন্দ্রমল্লিকা, মোহন্দ্রী।
তুমি জোসনায় মেশো, প্রশান্তি হও।
আজ তোমায় লিখবো
অক্ষরে হরফে বর্ণমালায়,
তুমি অনুভূতি হয়ে মিশে যাও
শব্দ, বাক্য, কাব্যে।
আজ সুরের মুর্ছনায় তোমায় গাইবো,
তুমি সঙ্গিত হয়ে বেজে উঠো
রন্ধ্রে রন্ধ্রে।
আজ তোমাতে আমি বরন করবো
বন্দিত্ব,
তুমি শিকল হও।
আজ তোমার বুকে আমি ডানা মেলবো
তুমি শুন্যতায় মেশো,
উন্মুক্ত আকাশ হও।
তোমায় দিয়ে আজ আমি সুখ আঁকবো,
তুমি রঙতুলি হও!
চন্দ্ররেখায় তুমি হও প্লাবন, আমি ভাসতে চাই।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:২৫