মনের চৌরাস্তায় রোজ দাড়িয়ে থাকি,
তুমি আসো দেহে ছন্দ তুলে, লাবন্যের ছন্দ,
চলার গতিতে শব্দহীন রিনিঝিনি সুর,
আমি শিষ বাজায় তোমায় দেখে,
তুমি তাকাতেই চোখ টিপে বলি
"Hi সুন্দরী, একটু স্পর্শ্ব দেবে?"
আচ্ছা তুমি কি বিরক্ত হও, আমার বখাটে ভালোবাসা দেখে?
আমার হাজারো ভাবনার ট্রাফিক জ্যামে যখন
তুমি অস্থির চিত্তে থমকে দাড়াও,
মনের চৌরাস্তার ট্রাফিক সিগন্যালে তুমি দির্ঘক্ষন
রিক্সায় বসে ভাবছো কখন মুক্তি পাবে,
ঠিক তখনই আমি তোমার পাশে গিয়ে বলি
"Hi প্রেয়সী, তোমার পাশে একটু জায়গা হবে?"
আচ্ছা আমার বখাটে ভালোবাসা তোমার ভালোলাগে?
নাকি মনে মনে বলো - "যত্তোসব!"
রোজ দাড়িয়ে থাকি আমি, মনের ওলিতে গলিতে,
কখনো চৌরাস্তায়, আবার কখনো তোমার বারান্দা বরাবর,
তোমাকে এক পলক দেখবো বলে,
তোমায় দেখে শিষ বাজাবো, তোমার ছন্দে ঘেরা
পথচলা দেখবো কিংবা বকুনির ছলে তোমার মিষ্টি
কন্ঠে ভিজবো বলে।
এসব কত শত বখাটে ভালোবাসা ভিড় করে, তোমার জন্যে।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৬