আমি কাঁদছি কিনা সে আমায় দেখে বুঝবার সাধ্যি কি!
অশ্রুহীন কান্নাগুলোই বেশি ধারালো, উদ্ভ্রান্ত!
কলমে গেঁথে গেছে আজ প্রেমিকের হৃদপিন্ড,
বর্ণে বর্ণে মেশা ভালোবাসার নিকোটিন,
আত্না জুড়ে শুধু অবহেলার গন্ধ, স্ট্রোক।
কে যেন কানের পাশে ফিস ফিস করে বললে -
"হেরে গেছ"
মর্গ থেকে হাক আসে-
"ওটাকে এদিকে নিয়ে আসো, লাশঘরে"
লাশকাটা ঘর, খন্ড বিখন্ড হয় বিশ্বাস গুলো।
স্মৃতির কফিনে ঢুকে ভালোবাসার অধ্যায়,
স্বপ্নগুলোকে দায়িত্ব দেয়া হয় বরফের,
সতেজ মৃত ভালোবাসা!
কে যেন কানের পাশে ফিস ফিস করে বললে -
"তুমি, হেরে গেছ"
আজ আঁধারের ভাঁজে ভাঁজে লালসা, ঝড়!
আমি ফুল শয্যা সাজাই একাকিত্বের,
দির্ঘ নিঃশ্বাস ছেড়ে বলি -
"হেরে গেছি" !
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৫