আজ তোমার দরবারে আমি, আমাকে আশির্বাদ করো দেবী -
ভালোবাসার লাল ঘোড়ায় চেপে
হৃদয়ের মেঠোপথ ধরে আমি পথিক হবো
তোমার স্পর্শ্বের খোঁজে! তোমার গন্ধে মাতাল হবো,
চোখে চোখ রেখে হৃদয় ছুঁব তোমার।
আমাকে একটিবার আশির্বাদ করো,দেবী!
পুর্ণ চন্দ্রতিথীর ষোড়শী জোসনায়
তুমি আমি ঝাপ দেবো, দুরত্ব হবে নিছক বাহিরের দর্শন,
আমরা মিশে যাবো হৃদয়ে হৃদয়ে!
ভালোবাসার ব্যাকরণ লিখবো আমরা,
বিশেষ্য ভালোবাসা, বিশেষন ভালোবাসা!
আমাকে একটু আশির্বাদ করো, দেবী!
আমি তোমার চরনে একটি হৃদয় আঁকতে চাই,
ভালোবাসার তুলিতে লাগবে প্রেমের রঙ,
অংকিত হৃদয় পাবে আমার আত্নার রুপ,
তোমার চরন বেদীতে সে জিবীত হয়ে উঠবে,
তোমার স্পর্শ্ব চাইবে সে, ভালোবাসা।
আমাকে সামান্য আশির্বাদ করো দেবী।
যে ফুল গুলো কুড়ানোর কেউ নেই!
তোমার হৃদয় কাননের
সেই ফুল গুলো আমাকে দেবে?
আমি সে ফুল দিয়ে আমার সুখের বৃত্ত সাজাবো,
আমার অনুভূতিদের দেয়ালে দেয়ালে ফুটবে তারা,
তুমি আমার জীবনের একটা অংশ নও,
আমার অস্তিত্বে মিশে গেছ তুমি।
আমাকে একটু জড়িয়ে ধরবে, দেবী? একটিবার?
তোমার ভালোবাসার আশির্বাদ দেবে আমায়?
সহস্র কষ্টের রেখারা ছিড়ে যাবে,
বিষাদের আকাশ ভেঙে পড়বে সুখের বিষুব রেখায়!
আমাকে আশির্বাদ করো, দেবী! একটিবার!
এই পূর্ণচন্দ্রের প্রতিটা জ্যোৎস্না বিন্দুর
কোমলতাকে সাক্ষি রেখে বলছি -
ভালোবাসি তোমায়! ভালোবাসি তোমায়! ভালোবাসি তোমায়!
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৬