গ্রামের বাজারে পিতা পুত্র কলা বিক্রি করছে। ছেলে কলা গুনে গুনে বিক্রেতাকে দিচ্ছে আর তার পিতা দাঁড়িয়ে দাড়িয়ে ক্রেতার কাছে থেকে টাকা সংগ্রহ করছে। এক ক্রেতা কলা ক্রয়ের পর গুনে দেখে তাকে ১ ডজন কলার স্হলে ১০টি কলা দেয়া হয়েছে!!
ক্রেতা: কিরে ভাই, ১ ডজন কলার স্হলে আমাকে ১০টা কলা দেয়া হল কেন?
বিক্রেতা ( পিতা ) : ভাই, আমার পোলাডা একটু পাগল কিনা।
ক্রেতা: তা আপনার পাগল পোলা ১২টার স্হলে ১৪টা দিতে পারে না?
বিক্রেতা ( পিতা ) : নাহ, অত পাগল না
হ্যা, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার গির্জার যাজক মি: টোরি জোন্সও ১ ডজনের স্হলে ১০টা কলা বিক্রেতার মত ধুরন্দর পাগল বৈ কি! তার প্রকৃত উদ্দ্যেশ্যে কি এই নয় যে, তিনি পবিত্র কোরআন পোড়ানোর ঘোষনা দিয়ে বিশ্ব মিডিয়ায় হৈ চৈ ফেলে দিয়ে ফাঁকতালে রাতারাতি সংবাদ শিরোনাম হবেন? অন্তত আমার কাছে তাই মনে হয়।
সর্বশেষ সংবাদ অনুযায়ী তিনি বলেছেন, তারা কখনই কোরাআর পোড়াবেন না। এমনকি নিউইয়র্কের গাউন্ড জিরোর কাছে যদি মসজিদও নির্মাণ করা হয় তাহলেও নয়। কেননা, তার সাথে তার ঈশ্বরের এ ব্যপারে কথা হয়েছে
হ্যাঁ, কেন পবিত্র কোরআন পোড়াবেন? তার ঈশ্বর বলুক আর নাই বলুক, তার আসল উদ্ধেশ্যতো সফল হয়েছে? অতএব কোরআন পোড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করবেন এটাইতো স্বাভাবিক!!
প্রসংগত, আনুমানিক বছর বিশেক আগের কোন এক বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে একটা সংবাদ পড়েছিলাম। মাঠে খেলা চলছে, হঠাৎ এক তরুণী সম্পূর্ন বিবস্র হয়ে মাঠের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ভোঁ দৌড়!! গ্যালারী আর মাঠ জুড়ে তুমুল উত্তেজনা, পুলিশ আর মিডিয়া ছুটছে তরুণীর পিছে পিছে।
অতপর তরুণীটি সাংবাদিকদের জানালেন, আমি কেবলই বিশ্ব মিডিয়ার সংবাদ শিরোনাম হতে চেয়েছিলাম।
সত্যি, মানুষের কত বিচিত্র সখ থাকতে পারে, তাই না?
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১১ রাত ৮:০৩