সকল সম্ভবের দেশ বাংলাদেশ কারন সকল কাজে পারদর্শী আমরা বাঙালি। ১৯৬৫ তে বুকে মাইন বেঁধে ইন্ডিয়ান আর্মিকে যেমন রুখে দিয়েছি ৭১ এ আবার পাকিদের বিতারিত করেছে , তার আগে করেছি ব্রিটিশদের।
ইতিবাচক কাজে যতটা পারদর্শী , নেতিবাচকেও কিন্তু কম না। " হুজুগে বাঙালি , চিলে নিয়েছে কান, একে তো নাচুনি বুড়ি, তায় পড়েছে ঢোলের বাড়ি'' ইত্যাদি আমাদের চরিত্রকে তুলে ধরে।
সময় যত দ্রুতই যাক না কেন , তার চেয়ে দ্রুত বদলায় আমাদের আগ্রহের বিষয়। প্রভাবক হিসেবে মিডিয়া আর গরম তেলে আগুন দিতে রাজনীতিবিধরা রো আছেই। একবার মজা পেলেই হল আদায় জল খেয়ে সবাই একসাথে , যেন এক মহা যুদ্ধ শুরু হয়ে গেল।
স্বাধীনতার এতদিনেও পৃথিবীর বহু বহু মানুষ এখনও আমাদের তেমন ভালো করে চিনে না। এখনও অনেক কে আমাদের দেশ চিনাতে হলে ভারতের কথা বলতে হয়। হাতে গোনা কিছু মানুষ যারা দেশের একটি ইতিবাচক ভাবমূর্তি বিশ্বের কাছে তৈরি করছে। তাদের সেই বাড়া ভাতে ছাই ধেলে দিচ্ছি তার চেয়েও দিগুন সংখ্যক মানুষ।
বর্তমানে বেশ কিছু ফেসবুক ব্যবহার কারির আগ্রহের কেন্দ্রবিন্দু জুকারবার্গ সাহেব । তিনি তার ছবিতে কমেন্ট পাবলিক করে দিয়েছেন , আর এই তো সুযোগ আমাদের। উপকারির অপকারের ইতিহাস আমাদের সেই মীর জাফরের আমল থেকে। কোন কিছু শুরু করলে তা তীব্র পর্যায়ে না নিয়ে আমরা শেষ করি না । এই যে জুকারবার্গের ছবিতে আজে বাজে কমেন্ট দেয়া হচ্ছে এর শেষ কোথায় , আপনি কি জানেন ? ? ? ? ? ? ?
আমার কিন্তু জানা আছে , সবাই দেখবেন কাগজে SORRY Zuckerberg , SORRY Zuckerberg লিখে মাফ চেয়ে প্রোফাইল পিকচার দিচ্ছে । এখনও সময় আছে , বহুত মজা নেয়া হইসে , পরে কিন্তু বুমেরাং হয়ে যাবে সব।
কমেন্ট করতে যা না সময় লাগে তার চেয়ে অনেক কম সময়ে আপনি , ওয়াসফিয়া আপুকে একটি ভোট দিতে পারেন , শুধু একটি ক্লিক , প্রতিদিন একটি ক্লিক দেশের জন্য গৌরব নিয়ে আসতে পারে। কিন্তু তা করতে আমরা অনিচ্ছুক কারন , সেই কৌতুক টি জানেন না - - -
আমাদের জন্য তো একটা স্পেশাল জাহান্নাম থাকবে যার কোন পাহারাদার থাকবে না। আসলে প্রয়োজনই পরবে না , কেও উপরে উঠে ভেগে যেতে নিলে আমরাই তো তাকে নামিয়ে আনবো ।
ধন্যবাদ সবাইকে কে কে কে কে কে