৯ ডিসেম্বর থেকে টিএসসি মিলনায়তনে ২য় বারের মত শুরু হচ্ছে " বৈচিত্র্য জীবন : প্রতিবন্ধি বিষয়ক ২য় জাতীয় চলচিত্র উৎসব" । এখানে ৩টি দেশের ১২ টি চলচিত্র প্রতিদিন ৪ টি সিডিউলে প্রদর্শিত হবে ১১ ডিসেম্বর পর্যন্ত।
উৎসবের উদ্বোধনী দিনে = বিহঙ্গ (2004), Radio (2003), Rain Man (1988) এবং Forest Gump (1994)।
দ্বিতীয় দিনে = Benny & joon (1994), Color of Paradise (1999), Black (2005), The Eighth Day (1996) ।
আর শেষ দিনে = Inside I’m Dancing (2004), Temple Grandin (2004), Man of Honor (2000) এবং Barfi (2012)।
সময় যথাক্রমে সকাল ১০টা, দুপুর ১টা, বিকেল ৩টা এবং সন্ধ্যা ৫:৩০ টা
বিস্তারিত নিচে
ধন্যবাদ সময় পেলে চলে আসবেন ।