সকাল থেকেই রোদের দেখা নেই।কাল
মেঘে সূর্যটা যেন ছুটি নিয়েছে।অঝরে
কেদে চলেছে আকাশটা। নীলপদ্ম তার
সাথে কাদছে।পুরোন বর্ষার কথা মনে
পরছে।কলেজের সেই দিনগুলো দারুন ছিল।
অনুরূপ ভাইয়ের কথা বেশী মনে পরছে।
স্মার্ট আর একরোখা সভাবের। যেটা বলে
সেটাই করে।একবার যদি মনে করে যে
কাজটা ওকে দিয়েই হবে তাহলে তা
করিয়ে ছারেন।বড় লোক বাবার একমাএ
ছেলে। যদিও তাকে ভাল লাগে নীলপদ্ম
(নিলুয়ার) কিন্তু কোন দিনই বলে উঠা হয়
নি।ছেলেটা একটু বদমেজাজি ও বটে।যাই
হোক সে মনে মনে তাকেই.............
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ বিকাল ৪:২৩