বিদুৎ না থাকার কারনে কাল রাতের কলম্বিয়া বনাম ব্রাজিলের খেলা দেখার সৌভাগ্য আমার হয়নাই ।
তয় শুনলাম ব্রাজিল নাকি তার নিজের ঘর ফালাইয়া , কলম্বিয়ার ঘরের কাছে যাইয়া ফালাফালি,লাফালাফি ও চিল্লাচিল্লি কইরা দুইটা গোল দিছে ।
কলম্বিয়া কে স্যালুট , তাদের অতিথি পরায়নতার জন্য । কারো বাড়িতে অন্য কারো বাড়ির যদি সবাই যাইয়া চিল্লাচিল্লি করে তহন তু আর খfলি হতে ফিরাই দেওন যায়না । আমি হইলে তু আমার পুরা বাড়িটাই দিয়ে দিতাম ..যাও তুমরা যত ইচ্ছা পার গোল দাও..
যাওকগ্যা । শুনলাম ব্র্রাজিলের আবাল সাপোর্টার গুলা নাকি তাদের সবাইরে মেসি বইলা দাবি করতাছে ।
আরেহ মামারা আবেগ ভাল ..তয় এত আবেগ ভালনা ।
তুমগোর সবাই যদি মেসি হইত তাইলে তু মিয়ারা ১১ টা গোল দিতে পারতা...।
আর একটা জিনিস খুব ভাল লাগছে আমার তুমাদের ..তুমাদের সবাইরে যে মেসির সাথেই তুলনা করছ ।গুইরা ফিরা আমাগো দলের বসরেই বস মানতেছ ।যদিও মেসির ধারে কাছে নাহ ...তারপরেও সবাই ই তু গ্রেট হতে চায় মেসির মত তাইনা । যাই হোক খেল...
তুমরাও একদিন মেসি হবা ।
অভিনন্দন ব্রাজিল কে।