এমন এক ঘটনা বর্ননা করতে যাচ্ছি যেটা একটি পুরো ক্লাস কে শব্দহীন হাসি হাসিয়েছে!!
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ''ওয়াই ফাই'' অনেক জায়গায় আছে এছাড়া বিভিন্ন জায়গায় ফ্রি রয়েছে।
এখন অনেক শিক্ষক আছেন যারা ওয়াই ফাই অন রেখে ক্লাস করেন। পাওয়ার পয়েন্ট প্রেসেন্টেশন সহ বিবিধ কাজ কারবার হয়। স্টুডেন্ট দের ডিজিটাল পদ্ধতি তে শিক্ষাদান আর কি!
তো এমন এক শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন আর অন্যদিকে ''ডাউনলোড কার্যক্রম'' চলছে। মাঝে মধ্যে টুকটাক আওয়াজ হয়, এই ধ

ক্লাসে ঘুম ঠেকানোর জন্য স্লাইড বাদে টুল বারে নজর দেয় কেউ কেউ।
স্যারের ভ্রুখেপ নাই, তিনি সুন্দর ক্লাস নিয়ে চলেন।
এমন ই ঘটনা চলছিল এক ক্লাসে , ক্লাস নিতে নিতে এক পর্যায়ে কেমন এক ভিন্ন আওয়াজ করে উঠল স্যারের ল্যাপটপে। সবাই সেই আওয়াজের উৎসে দৃষ্টিদান করল..... আর ল্যাপটপের টুলবারে একটি ছোট বক্স ভেসে উঠল তা তে লেখা ছিল........... ''Download of the movie Dirty picture is completed''


(ঘটনা সবাই কাল্পনিক ধরে নিয়েন
