আওয়ামীগণমন-অধিনায়ক জয় হে ভারত-ভাগ্যবিধাতা।
আসাম মিজোরাম মেঘালয় ত্রিপুরা, বৈরী পশ্চিমবঙ্গ
ফারাক্কা তিস্তা যমুনা গঙ্গা, স্তব্ধিত জলধি তরঙ্গ
তব ক্রুর নামে কাঁদে,
তব ক্রুর ব্যারেজ বাঁধে,
চাহে তব মুক্তি-গাঁথা।
আওয়ামীগণ-মঙ্গলদায়ক জয় হে ভারত-ভাগ্যবিধাতা।
জয় হে, জয় হে, জয় হে,
জয় জয় জয় জয় হে।।
অহরহ তব সংবিধান প্রচারিত, শুনি তব ‘সেক্যুলার’ বাণী
হিন্দু বৌদ্ধ চাকমা সাঁওতাল গারো মুসলমান খৃস্টানী
পূরব-পশ্চিম বঙ্গ এক হয়ে আসে,
অখন্ড তব সিংহাসন-পাশে,
প্রেমহার হয় গাঁথা।
আওয়ামীগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারত-ভাগ্যবিধাতা।
জয় হে, জয় হে, জয় হে,
জয় জয় জয় জয় হে।।
পতন-অভ্যুদয়-বন্ধুর পন্থা, যুগ যুগ আওয়ামী যাত্রী।
হে চিরসারথি, তব রথচক্রে মুখরিত বাকশালী দিনরাত্রি।
সেনা-বিপ্লব মাঝে,
তব শঙ্খধ্বনি বাজে,
সঙ্কটদুঃখত্রাতা।
আওয়ামীগণ-পথপরিচায়ক জয় হে ভারত-ভাগ্যবিধাতা।
জয় হে, জয় হে, জয় হে,
জয় জয় জয় জয় হে।।
ঘোর তিমিরঘন নিবিড় নিশীথে প্রতিকূল বাংলাদেশে,
জাগ্রত ছিল তব RAW গুপ্তচরবৃত্তি নতনয়নে অনিমেষে।
দুঃস্বপ্নে আতঙ্কে,
রক্ষা করিলে অঙ্কে,
স্নেহময়ী তুমি মাতা।
আওয়ামীগণ-দুঃখত্রায়ক জয় হে ভারত-ভাগ্যবিধাতা।
জয় হে, জয় হে, জয় হে,
জয় জয় জয় জয় হে।।
মেয়াদ ফুরাইলো, উদিল নির্বাচন, বিনা-তত্ত্বাবধায়কভালে –
চৌর্যে পারঙ্গম, পরদেশী সমীরণ নব ক্ষমতারস ঢালে।
তব করুণারুণ রাগে,
বিজিত আওয়ামীলীগ জাগে,
তব চরণে নত মাথা।
জয় জয় জয় হে জয় আওয়ামীশ্বর ভারত-ভাগ্যবিধাতা।
জয় হে, জয় হে, জয় হে,
জয় জয় জয় জয় হে।।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩০