চল একদিন খুব ঝগড়া করি,
লুটোপুটি তোর হাতঘড়ি আর আমার চুলের ক্লিপ।
চিল চীৎকারে উড়ে যাবে কার্নিশের কাক,
একলা দুপুর ভেঙ্গে খানখান।
ভীষণ বাকবিতণ্ডা, কূটতর্ক,
গলা চড়বে উচ্চনিনাদে,
ইলেক্ট্রিকের তারে বসা হতচকিত জোড় শালিকের দল বেজোড় হবে।
সদ্য চোখফোটা চড়ুইপাখির ছানারা ওড়া শেখা ভুলে,
ঘুলঘুলি থেকে উঁকি দেবে ভয়ে ভয়ে।
আশপাশের বাড়ির জানালাতে জোড়া জোড়া কৌতুহলী চোখ,
বাড়ির সামনে পথচারী থমকে তাকাবে অবাক চোখে।
চীৎকারে ঘুম ভেঙ্গে পাড়ার বেড়ালেরা আয়েসী ভঙ্গীতে বিরক্ত হাই তুলবে,
গলির নেড়ি কুকুর দুটো বেজার মুখে থাকবে দাঁড়িয়ে চৌরাস্তার মোড়ে।
দুপুর রোদে ঝিমোনো শহর সচকিত আমাদের ঝগড়ায়,
তুই বলবি "আমিই ভালোবাসি বেশী..."
আর আমি বলব "ইশশ!। ভালোবাসি তোর চেয়ে ঢের বেশী..."
আদরে সোহাগে অভ্যস্ত বিছানা বালিশের রঙিন ফুলেরা বড্ড ম্রিয়মান,
রান্নাঘরে হাড়িপাতিলে, কাঁটাচামুচে কানাকানি,
কাঁচের গেলাস বাসনেরা ভাঙ্গার ভয়ে খুব সন্ত্রস্ত।
পাড়া বেড়ানো দখিন বাতাস ঝগড়া শুনে দিক ভুলে যাবে,
গরাদ বাওয়া মাধবীলতার ঝুমকো ফুলেরা মাথা নোয়াবে দুঃখে,
আর নারিকেলের চিরল পাতারা ঝামর দোলাবে হতাশায়।
চল একদিন দুজনে খুব ঝগড়া করি,
ভাংচুর হবে কাঁচের চুড়ি আর সিগারেটের বাক্স,
মুখোমুখি বিতর্কে আমার আল্লাদী আর তোর আদর।
অবান্তর অনর্থক অন্তবিহীন তুমুল তর্ক,
রাত গড়ালে ঝগড়া মুলতুবি ঠোঁটে ঠোঁট রেখে।
চল না প্রতিদিন এমন তুমুল ঝগড়া করি!!
© শিখা রহমান
(ছবি ইন্টারনেট থেকে কুড়িয়ে পাওয়া)
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১৪