✔অধিকাংশ ক্ষেত্রেই আমাদের
সদগুণগুলি ছদ্মবেশি দোষ ছাড়া কিছু
নয়।
✔যাকে আমরা সদগুণ বলি প্রায়ই তা
শুধু বিচিত্র কর্ম ও
স্বার্থের সমাহার, ভাগ্য
বা প্রচেষ্টাবলে যা একত্রিত
হয়েছে। শুধুমাত্র
বীরত্ব বা সততার জোরে
পুরুষেরা বীর
বা মহিলারা সৎ হয় না।
✔আমাদের ভাবাবেগগুলিকে যতই
আমরা ধার্মিকতা আর
আত্মমর্যাদার মোড়োক
দিয়ে ঢেকে রাখি না কেন, ঠিক
তারা আবরণ
ভেদ করে দৃষ্টিগোচর হয়।
✔এই দয়াশীলতাকে গুণ হিসেবে
জাহির করা হয়,
কিন্তু এর আসল কারণ হল দাম্ভিকতা,
কখনো বা আলস্য, অধিকাংশ
ক্ষেত্রে ভয়
এবং প্রায় সর্বদাই তিনটিই
একসঙ্গে।
✔অন্যের দুঃখ সহ্য করার মত ক্ষমতা
আমাদের আছে।
আত্মাভিমানের মতো অত বড়
তোষামোদকারী আর
কেউ নেই।
✔দর্শনের কাছে অতীত এবং
ভবিষ্যৎ দুঃখ সহজেই
পরাভূত হয়। কিন্তু বর্তমান
দুঃখকে সে ঠেকাতে পারে না।
✔সবচেয়ে নির্লজ্জ আবেগগুলিকে
নিয়েও
মাঝে মাঝে আমরা বড়াই করতে
ছাড়ি না। কিন্তু
ঈর্ষার মত একটি ক্ষীণ ও লজ্জাজনক
আবেগের
কথা স্বীকার করতে আমাদের
সাহসে কুলায় না।
✔প্রকৃতি আমাদের আমাদের
অহমিকা দিয়েছে যাতে আমরা
আমাদের
অসম্পূর্ণতাগুলিকে জানার
যন্ত্রণা থেকে অব্যাহতি পেয়ে
যাই।
✔সত্য জগৎসংসারের যতটা না
উপকার করে, সত্যের
ভনিতা তার চেয়ে অনেক বেশি
ক্ষতি করে।
✔প্রেমের পরিণাম
খুঁটিয়ে দেখলে বোঝা যাবে
প্রেমের
সঙ্গে বন্ধুত্বের চেয়ে ঘৃণার মিল
বেশি।
✔এমন মেয়েকে খুঁজে পাওয়া শক্ত
নয় যার একজনও
প্রেমিক নেই; কিন্তু যার কেওবল
একটিই প্রেমিক
তেমন মেয়েকে খুঁজে পাওয়া কঠিন।
✔আগুনের মত প্রেমও অনবরত
নাড়াচাড়া ছাড়া টিকতে পারে
না। তাই
আশা বা আশঙ্কা কোনটাই
না থাকলে সে মরে যায়।
✔আমাদের অবিশ্বাসে অন্যদের
প্রতারণার
নায্যতাই প্রমাণিত হয়।
✔পরস্পরকে ঠকাতে না পারলে
লোকে সমাজে
টিকতে পারত না।
✔সুবিবাহের কথা শোনা যায়,
কিন্তু সুখকর
বিবাহের কথা শোনা যায় না।
✔অন্যদের সামনে আত্মগোপন
করে থাকতে আমরা এতটাই অভ্যস্ত
যে, শেষ পর্যন্ত
নিজেদের কাছেও আমরা
আত্মগোপন করে থাকি।
✔যেসব মেয়েরা প্রেমের কারণে
নিজেদের
সর্বনাশ করেছে প্রেমই তাদের
ন্যূনতম অপরাধ।
✔ধূর্ত লোকেদের
প্রতারণা থেকে বাঁচতে কখনো
কখনো তাদের
সঙ্গে রূঢ় ব্যবহার করতে হয়।
✔নিজের সমস্ত যুক্তিকে অনুসরণ
করার
ক্ষমতা আমাদের নেই।
✔বোকা লোকেদের সাহচর্য
ছাড়া বুদ্ধিমানেরা প্রায়ই খুব
বিব্রত বোধ করে।
✔কেবল বড় বড় গুণ থাকলেই চলবে না,
সেই
সঙ্গে দরকার পরিমিতি।
✔মেয়েদের গাম্ভীর্য এমন এক
প্রসাধন
যা দিয়ে তারা তাদের সৌন্দর্য
বাড়িয়ে তোলে।
✔মহিলাদের সতীত্ব অনেক সময়ই শুধু
সুখ্যাতি ও
বিশ্রামপ্রিয়তা।
✔স্বার্থান্বেষীরা সব ধরণের
ভাষায়
কথা বলতে পারে, সব ধরণের লোকের
ভূমিকায়
অভিনয় করতে পারে। এমনকি
উদাসীন লোকের
ভূমিকায়ও।
✔সত্যিই যদি আমরা নির্দোষ
হতাম, অন্যের দোষ
দেখিয়ে অতটা উল্লসিত হতাম না।
✔সুখ্যাতির ভার সইতে না পেরে
অনেকেই
ওপরে ওঠার বদলে নিচে নেমে যায়।
✔অন্যের মুখে প্রেমের কথা না
শুনলে অনেক লোক
কোনদিনই প্রেমে পড়ত না।
✔সত্যিকার প্রেমের সঙ্গে ভূতের
খুব মিল আছে।
সকলেই ও দুটোর কথা বলে, কিন্তু
প্রায় কেউই
দেখেনি।
✔প্রশংসা পাওয়ার জন্যই
সাধারণত আমরা অন্যের
প্রশংসা করে থাকি।
✔আত্মবিশ্বাসহীন লোকের পক্ষে
সহজতম পন্থা হল
নীরবতা।
✔সকলেই তাদের স্মৃতিশক্তি নিয়ে
আক্ষেপ করে,
কিন্তু বিচারশক্তি নিয়ে নয়।
✔যে মনে করে গোটা পৃথিবীকে
বাদ দিয়ে শুধু
নিজেকে নিয়েই থাকা সম্ভব, সে
বিরাট ভুল
করে। কিন্তু যে ভাবে তাকে বাদ
দিয়ে কারুর
চলবে না সে আরও বড় ভুল করে।
✔সকলেই হৃদয় দিয়ে প্রশংসা করে,
মস্তিষ্ক
দিয়ে প্রশংসা করার সাহস নেই
বলে।
✔অসাধারণ প্রতিভার সবচেয়ে বড়
প্রমাণ হল
হিংসুটেরাও তার প্রশংসা করতে
বাধ্য হয়।
✔যেরকম
তাড়াহুড়ো করে লোকে কৃতজ্ঞতা
থেকে মুক্ত
হতে চায় তা প্রায় অকৃতজ্ঞতারই
নামান্তর।
✔কেউই মুক্তহস্তে কিছু দেয় না, শুধু
উপদেশ ছাড়া।
✔কোনো অভিসন্ধি নয়,
বেশিরভাগ সময়ই
বিশ্বাসঘাতকতার আসল কারন হল
দুর্বলতা।
✔আমরা যখন প্রশংসাবাক্যকে
অস্বীকার করি তখন
আমরা দ্বিতীয়বার প্রশংসিত
হতে চাইছি বলে ধরে নিতে হবে।
✔বড় বড় লোকেদেরই বড় বড় দোষ
মানায়।
✔মাঝে মাঝে আমরা মনে করি
আমরা
তোষামোদকে ঘৃণা করছি, কিন্তু
আসলে আমরা তোষামোদকে ঘৃণা
করি না,
করি তোষামোদের বিশেষ
ধরণটিকে।
✔আমাদের ঘৃণা যখন ভয়ঙ্কর হয়ে
ওঠে তখন যাদের
ঘৃণা করি তাদের চেয়েও নিচে
নেমে যাই।
আমাদের সবচেয়ে ভাল কাজগুলোর
জন্য আমরা কম
✔লজ্জা পেতাম না যদি লোকে
জানতে পারত
আসলে কি উদ্দেশ্যে আমরা সেগুলি
করেছি।
✔ছোট ছোট অদূরদর্শিতার চেয়ে বড়
রকমের
বিশ্বাসঘাতকতাকে মেয়েরা
সহজে ক্ষমা করে।
✔অধিকাংশ মেয়েই বন্ধুত্বের
সন্ধান পায় না, কারণ
ভালবাসার গন্ধ পেলেই তারা
নিস্তেজ
হয়ে পড়ে।
✔মননশীল নির্বোধের মত
অস্বস্তিকর আর কেউ নেই।
প্রথম প্রেমের সময়
মেয়েরা ভালবাসে প্রেমিককে,
অন্য সময়
প্রেমকে।
✔মানুষে মানুষে ঝগড়াঝাঁটি
মোটেই এর
দীর্ঘস্থায়ী হত না, যদি দোষটা
সত্যিই একপক্ষের
হত।
✔আমরা খুব সহজে অন্যদের
খুঁতগুলিকে গালমন্দ করি,
কিন্তু কখনোই সেগুলোর
সাহায্যে নিজেরগুলিকে শুধরে
নিই না।
✔প্রেম ও বিচক্ষণতা একে অপরের
জন্য নয়।
ভালবাসা বাড়লে বিচক্ষণতা কমে
যায়।
✔কোনো এক বিশেষ ব্যক্তিকে
চেনা সমগ্র
মানবজাতিকে চেনার চেয়ে শক্ত।
✔সে লোকটি কাউকে খুশি করতে
পারে না সেই
লোকটির চেয়ে যে লোকটিকে
কেউই
খুশি করতে পারে না সে অনেক
বেশি অসুখী।
✔কারও চরিত্রে হাস্যকর কিছু
পাওয়া না গেলে বুঝতে হবে যথেষ্ঠ
ভালো করে খোঁজা হয় নি।