২১শে ফেব্রুয়ারী, ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর, শবে বরাত, মিলাদুন্নবী, ভ্যাডে ইত্যাদি অনুষ্ঠানে আমার অংশগ্রহণ করা হয়ে ওঠেনা| ব্যস্ততা কোনো কারণ না, ইচ্ছে হয় না তাই যাই না| তবুও আজ গেলাম, শুধুমাত্র মেয়ের জন্য| ওর প্রথম একুশ, একটু সেলিব্রেট করতে হবে না!
মেয়ের জন্য একটা ব্যান্ড কিনলাম ১০ টাকা, একটা পতাকা ১০ টাকা, দুই গালে আল্পনা আঁকতে ৩০ টাকা, গ্যাস বেলুন ১০ টাকা আর রিকশা ভাড়া ২০ টাকা|
২১শে ফেব্রুয়ারীতে শহীদ মিনারে গিয়ে একটা বিষয় বুঝলাম, কেউ যদি প্রকৃত ইতিহাস না জানেন তবে নিশ্চিত তিনি ধরে নেবেন যে এটা বোধ হয় কোনো মেলা কিংবা সেলফি তোলার কোনো অনুষ্ঠান| এর পেছনে যে একটা হৃদয় বিদারক ইতিহাস লুকিয়ে আছে, আমাদের স্বাধীনতার বীজ এখান থেকেই অংকুরিত হয়েছে তা তিনি বুঝতেই পারবেন না|
২১শে ফেব্রুয়ারী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যতই দিন যাচ্ছে ততই আমরা কিভাবে তলিয়ে যাচ্ছি| ২১ যেন বলতে চাইছে হে বাঙালী এখনও সময় আছে তোমরা মানুষ হও| শুধু একদিনের জন্য আমাকে স্মরণ না করে সারা জীবনের জন্য হৃদয়ে ধারণ করো যেন অন্তত ভবিষ্যতে বলতে পারবে, না আমরা বহুজাতিক জাতি না| আমরা বাঙালী| বাংলা আমাদের অহংকার|