ব্রেকআপ...
.
এটি মূলত ডিজুসীয় বা এফএম রেডিও মার্কা ভাষা। কয়দিন আগেও যা ছ্যাকা/ছ্যাক/দাগা নামে পরিচিত ছিল। আমার এক্সপেরিয়েন্স বলে কিশোর বয়স থেকে যৌবন (যে যখন সুযোগ পাবে), প্রত্যেক নরনারীর জীবনে মিনিমাম একবার হৈলেও ব্রেকআপের স্বাদ পাওয়া উচিত৷ এতে ভবিষ্যতে বিভিন্ন জটিলতা হ্যান্ডল করতে বেগ পেতে হয়না।
.
.
......., প্রথম কয়েকদিন সবকিছু উরাধুরা মনে হত, বাসায় দেখতাম মা,বোনরা আমার দিকে কেমন কেমন করে যেন তাকাতো। তারপর...!
.
.
আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হতে লাগলো...।
.... তারপর..........
যমুনাতে অনেক পানি গড়িয়েছে ....; আমি দেবদাস হইনি, আবেগ আমাকে কখনোই নিয়ন্ত্রনে নিতে পারেনি, আমিই আবেগকে নিয়ন্ত্রন করেছি|
আমি আজও তাকে থ্যাংকস্ জানাই আমার এই উপকারটুকু করার জন্য| কারণ তার একটা ছ্যাকাই আমাকে ভবিষ্যতের অনেক অনেক (ইনক্লুডিং হূদয়ঘটিত ব্যাপারস্যাপার) বিষয়ে নিরাপদ রাখতে শিখিয়েছে| হয়েছি শক্ত মানসিকতার অধিকারী...|
.
.... মাঝেমাঝে দেখা হলেও তা মনে কোন রেখাপাত করেনা| আসলে আমার ডিকশনারীতে অতীত এবং ভবিষ্যত বলে কোন শব্দের অস্তিত্ব নেই| আমি বর্তমানে বিশ্বাসী|
® এ রুমি প্রেজেন্টেশন
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৩