বিরহ
------
বিরহ যত দিন
তত দিনই আছে প্রেম,
আছে বাসনা পাওয়ার,
আছে অনিমিখ পথ চাওয়া,
নিঃসীম প্রতীক্ষার অক্লান্ত প্রহর,
নিরন্তর কষ্টে অন্তর অশ্মীভূত-
আঁখিবারির সুপ্ত এক অশ্মজ
প্রস্রবণ, সুতপ্ত ঘন দীর্ঘশ্বাস
বিষাবে বাতাস পরিমল,
লোনা অশ্রুর বৃষ্টি অজচ্ছ্ল
ঝরিবে অঝোর আঁখিকূলে,
ভোর নাহওয়া রাত্রি বিভোর
প্রলম্বিত হবে আরও,
জোছনায় করিতে আড়াল
নিঠু্রা বিধুমুখী ফিরাবে ওমুখ,
দুঃখ ঘুচাতে নিশি সোহাগিনি
ঢালিবে শিশির পুষ্পপল্লবে
যেন ক্ষীণ শ্রাবণের ধারা ।
---*---