কুহকিনী
--------- মোঃ রুহুল আমীন ।
তুমি নিশিথের নিশিগন্ধা নিশাচরী ।
তব বক্ষ-নিপানে নিগূঢ়ে নিলীন
অমিয় অমৃত শুধার অনন্ত প্রবাহ ।
অনুরাগে আসিক্ত তব অনূপ অন্তর
উদ্বেলিত প্রেমের নিধান অফুরান ।
দৃষ্টির আনন্ত্যে নহ আনোখা তুমি,
চিত্ত আনর্তে মম সদা নর্তকী সাকি ।
তব দৃষ্টির আক্ষিপ্ত নিশিত বিশিখে
দু’চোখে অশ্রু নয়, রক্ত ঝরে বুকে ।
তুমি নির্মাল্যভূষিতা দুর্গা সরস্বতী,
যেন আরাধ্য আমার, নহ প্রনয়িনী ।
তব প্রেমানায়ে জড়ায়ে নিজেরে
আজ আমি বিবাগী, আধিক্ষীণ ।
মম হৃদিকুঞ্জে কন্টকাকীর্ণ শাখে
তুমি ফুটন্ত এক সুগন্ধি গোলাপ ।
পাপড়ির মত ঝরিবে নীরবে,
তবু রহিবে অধরা,
স্পর্শের অতীত ।
---*---